Bengali | Edited by Biswadip Dey | Friday January 17, 2020
কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani) শুক্রবার অভিযোগ করেন, দিল্লির আপ সরকারের জন্যই গত বছরের জুলাইয়ে রিভিউ পিটিশন সুপ্রিম কোর্ট খারিজ করা সত্ত্বেও নির্ভয়া মামলার (Nirbhaya Case) চার অপরাধীকে এখনও ফাঁসিতে ঝোলানো সম্ভব হয়নি। তাঁর অভিযোগের উত্তর দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। সংবাদ সংস্থা এএনআইকে স্মৃতি বলেন, ‘‘জুলাই মাসে রিভিউ পিটিশন খারিজ হওয়া সত্ত্বেও আপ সরকারের অধীনস্থ বন্দি বিভাগ কি ঘুমোচ্ছিল? কেন তারা মুক্তিপ্রাপ্ত নাবালক ধর্ষককে ১০,০০০ টাকা ও সেলাই মেশিন দিয়েছিল? তারা কি নির্ভয়ার মায়ের চোখের জল দেখতে পায়নি? আমি আম আদমি পার্টিকে বলতে চাই, রিভিউ পিটিশন খারিজ হওয়ার পরেও আপনাদের জন্যই অপরাধীদের সময়ে ফাঁসিতে ঝোলানো সম্ভব হয়নি। এই ধরনের দলের লজ্জা হওয়া উচিত। এটা কেবল আমার দলের বক্তব্য নয়। এই দেশের প্রতিটি আইন সচেতন নাগরিকের বক্তব্য।'' স্মৃতি ইরানির আক্রমণের পাল্টা জবাব দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি জানিয়েছেন, এই ইস্যু নিয়ে কোনও রাজনীতি করা উচিত নয়।
www.ndtv.com/bengali