Bengali | Edited by Indrani Halder | Monday July 6, 2020
সেঙ্গামালাম আসলে একজন হস্তিনী, যে থাকে মান্নারগুড়ি শহরের রাজগোপালাস্বামী মন্দিরে (Rajagopalaswamy Temple Elephant)। নিজের বব কাট হেয়ারস্টাইলে ইতিমধ্যেই ইন্টারনেটে অসংখ্য অনুরাগী জোগাড় করে ফেলেছে সে। মান্নাই অনলাইনের তথ্য অনুসারে, ২০০৩ সালে সেঙ্গামালামকে কেরল থেকে তামিলনাড়ুর (Tamil Nadu) রাজাগোপালাস্বামী মন্দিরে নিয়ে আসেন তার মাহুত এস রাজাগোপাল। হস্তিনীর সুন্দর চুলের (Bob Cut Sengamalam) নেপথ্যে রয়েছে তাঁরই হাতযশ ও নিয়মিত পরিচর্যা।
www.ndtv.com/bengali