Bengali | NDTV | Saturday August 3, 2019
বহরে বেড়েছে দল (bjp)। মিলেছে সাফল্য। লোকসভায় আসন সংখ্যা ৩০০-র গন্ডি পেরিয়েছে। বাংলা সহ বিভিন্ন অ-বিজেপি শাসিত রাজ্যেও লোকসভা ভোটে ভালো ফল করেছে বিজেপি(Bjp)। কিন্তু, খ্যাতির সঙ্গে জুড়েছে বিড়ম্বনাও। বিরোধীদের চাইতেই কখনও কখনও দলের নেতা, সাংসদ, বিধায়কদের মন্তব্য বা আচরণই মাথা ব্যাথ্যার কারণ হয়ে দাঁড়ায় কেন্দ্রের শাসক দলটির কাছে( Bjp)। তালিকায় নাম রয়েছে, ভোপালের সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর (Pragya Thaku)r, রাম শংকর কাথেরিয়া( Ram Shankar Katheria'), সাক্ষী মহারাজদের (Sakshi Maharaj)। ক্ষমতার স্বাদ পেয়েই হেমা মালিনী, সানি দেওলের মতো বেশ কিছু বিজেপি সাংসদ সংসদে হাজিরা দেন না। বারংবার মনে করিয়েও তাদের লাভ হয়নি।
www.ndtv.com/bengali