Bengali | Indo-Asian News Service | Monday July 29, 2019
বিশেষ মাদক বিরোধী অভিযান চালাচ্ছে ন্যাশনাল কন্ট্রোল ব্যুরো বা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো বা এনসিবি (Narcotics Control Bureau)। রাজ্য জুড়ে ওই অভিযান চলাকালীনই ১৭ কেজিরও বেশি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড (Acid) বাজেয়াপ্ত করল তাঁরা। জানা গেছে হেরোইন (heroin) তৈরি করতেই ওই বিশেষ ধরণের অ্যাসিড ব্যবহার করা হচ্ছিল। ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে ইতিমধ্যেই গ্রেফতার (two arrested) করেছে এনসিবি, সোমবার একথা জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর এক আধিকারিক। গত ২৭ ও ২৮ জুলাই মধ্যরাতে মুর্শিদাবাদ জেলার বাঁশগড়া এলাকার বাসিন্দা মহম্মদ তাহিরুল ইসলামের বাড়িতে অভিযান চালায় ন্যাশনাল কন্ট্রোল ব্যুরো বা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো।
www.ndtv.com/bengali