Bengali | Written by Indrani Halder | Friday February 21, 2020
"মোদের গরব মোদের আশা, আ মরি বাংলা ভাষা". আজ ২১ ফ্রেব্রুয়ারি, আপনার-আমার-আমাদের সবার মায়ের ভাষার দিন (International Mother Language Day 2020)। যে ভাষায় আমরা প্রতিদিন কথা বলি, নিজেদের আবেগ, ভালবাসা, প্রেম, ক্ষোভ, দুঃখ, প্রতিবাদ, যাবতীয় ভাব প্রকাশ করি, আজকের দিনটি সেই ভাষাকেই সম্মান (International Mother Language Day) জানানো দিন। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা দিবসে টুইট করে রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, "সকলকে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। আমাদের মাতৃভাষা সহ আমরা সব ভাষাকেই ভালোবাসি"। ভাষার জন্যে যাঁরা প্রাণ দিয়েছিলেন সেই সব ভাষা শহিদদেরও শ্রদ্ধা জানান তৃণমূল নেত্রী (Mamata Banerjee)। "আজ অমর ২১শে ফেব্রুয়ারি। বাংলা জুড়ে পালিত হচ্ছে ভাষা শহিদ দিবস। এই ঐতিহাসিক দিনে বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছিলেন তাদের জানাই সশ্রদ্ধ প্রণাম", টুইট করেন মুখ্যমন্ত্রী।
www.ndtv.com/bengali