Bengali | NDTV | Sunday July 14, 2019
সেতু নির্মাণের সম্মতি জানানোর পাশাপাশি আলোচনায় এও বলা হয়, ভিসা ছাড়াই তীর্থযাত্রায় যেতে পারবেন শিখ তীর্থযাত্রীরা। একই সঙ্গে সারা বছর দিনে ৫ হাজার তীর্থযাত্রী কর্তারপুর ও গুরুদাসপুরের দুই গুরুদ্বারে প্রার্থনা করতে যেতে পারবেন। একই সঙ্গে তীর্থযাত্রীদের আশ্বস্ত করে বলা হয়, তাঁদের ধর্মপালন এবং বিশ্বাসে কোনও আঘাত করবে না দুই দেশ।
www.ndtv.com/bengali