Bengali | Biswadip Dey | Wednesday September 25, 2019
NRC: অসমের (Assam) পর এবার এরাজ্যেও নাগরিক পঞ্জি (NRC) তৈরি হতে পারে, এই আতঙ্কে কলকাতাসহ রাজ্যের বিভিন্ন অঞ্চলে আতঙ্কিত মানুষদের সরকারি দফতর ও পৌরসভায় লাইন দিতে দেখা গেল নাগরিকত্ব প্রমাণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য। পাশাপাশি প্রয়োজনীয় নথি জোগাড় না করতে পারার আতঙ্কে দু’জনের আত্মহত্যার মর্মান্তিক ঘটনাও ঘটেছে। এই দুই আত্মহত্যার ফলে এখনও পর্যন্ত নাগরিক পঞ্জি আতঙ্কে রাজ্যে মৃতের সংখ্যা দাঁড়াল আট। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মৃতদের একজনের বয়স ২৫। অন্যজন ৫০ বছর বয়সি। তাঁরা যথাক্রমে উত্তরবঙ্গের ধুপগুড়ি ও জলপাইগুড়ির বাসিন্দা। এক সিনিয়র পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘‘দুই ব্যক্তির পারিবারিক সদস্য ও প্রতিবেশীরাই জানিয়েছেন, তাঁরা দু’জনেই হতাশায় ভুগছিলেন নিজেদের নাগরিকত্ব প্রমাণের সঠিক কাগজপত্র জোগাড় না করে উঠতে পারায়। আমরা দু’টি ঘটনারই তদন্ত শুরু করেছি।’’
www.ndtv.com/bengali