This Article is From Sep 06, 2018

377 ধারা অবৈধ কি, আজ জানাবে সুপ্রিম কোর্ট, দশটি পয়েন্ট

আজ ঐতিহাসিক মামলার রায় দিতে চলেছে সুপ্রিম কোর্ট। সমকাম অপরাধ কিনা সেটা জানা যাবে।

Gay Sex: আজ ঐতিহাসিক মামলার রায় দিতে চলেছে সুপ্রিম কোর্ট।

হাইলাইটস

  • সাংবিধানিক বেঞ্চ এই মামলাটি শুনেছে
  • 2013 সালে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় 377 ধারা খারিজ হচ্ছে না
  • 1861 সালের আইন অনুযায়ী এই অপরাধে 10 বছর পর্যন্ত জেল হতে পারে
নিউ দিল্লি: আজ ঐতিহাসিক মামলার রায় দিতে চলেছে সুপ্রিম কোর্ট। সমকাম অপরাধ কিনা সেটা জানা যাবে।2013 সালে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় 377 ধারা খারিজ হচ্ছে না। ব্রিটিশ আমলে তৈরি এই আইন অনুযায়ী অস্বাভাবিক যৌনতা অপরাধ। এই ধারা খারিজ করার দাবিতে ফের মামলা হয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই মামলাটি শুনেছে। জুলাই থেকে শুরু হয়েছে বিচার প্রক্রিয়া । আবেদনকারীরা ব্যক্তিগত অধিকারের পক্ষে সওয়াল করেছেন। যেভাবে শুনানি হয়েছে তাতে জয়ের ব্যাপারে আশাবাদী আবেদনকারীরা।

রইল দশটি গুরুত্বপূর্ণ তথ্য

  1.   377 ধারা অনুযায়ী অস্বাভাবিক যৌনতা অপরাধ। সমকামিতাকে এরই অংশ হিসেবে ধরা হয়। 
     

  2. সমকাম এখন অপরাধ। 1861 সালের আইন অনুযায়ী এই অপরাধে  10  বছর পর্যন্ত জেল হতে পারে। তবে সমকামীদের দাবি এই ঢাড়া প্রয়োগ করে তাঁদের হেনস্থা করা হয়।  
     

  3. এই মামলা আবেদনকারীর সংখ্যা  পাঁচ জন।  
     

  4. এই পাঁচ জন হলেন ভারতনাট্যম শিল্পী নভতেজ সিং জোহার, সাংবাদিক সুনীল মেহেরা, রিতু ডালমিয়া, হোটেল ব্যবসায়ী অমন নাথ এবং আয়েশা কুমার।
     

  5. আবেদনকারীদের দাবি 377 ধারা সংবিধানের মূল ধারার বিরোধী। এরকম একটা ধারা বলবত থাকলে সাম্যের অধিকার লঙ্ঘিত হয়, সুবিচার পাওয়ার আশাও থাকে না। তাছাড়া সংবিধান কোনও রকম বৈষম্যকে স্বীকার করে না। 
     

  6. শুনানির সময় বিচারপতি ইন্দু মালহোত্রা  জানান, পরিবার এবং সমাজের চাপে এ ধরনের মানুষদের অন্য লিঙ্গের সঙ্গে বিয়ে করতে হয় তাতে নানা রকম জটিলতা তৈরি হয়।
     

  7. সুপ্রিম কোর্টের রায়ের বিরোধিতা করবে না  কেন্দ্রীয় সরকার। 
     

  8. 2013 সালে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়  377 ধারা খারিজ হচ্ছে না। ব্রিটিশ আমলে তৈরি এই আইন অনুযায়ী অস্বাভাবিক যৌনতা অপরাধ। এই ধারা খারিজ কররা দাবিতে ফের মামলা হয়েছে সুপ্রিম কোর্ট। 
     

  9. শুনানিতে সুপ্রিম কোর্ট জানায় সংখ্যা গোরিষ্ঠের মতে কবে সংসদে এ সংক্রান্ত রায় হবে তার জন্য অপেক্ষা করা  যাবে না । 
     

  10.  2009 সালে দিল্লি হাইকোর্ট জানায় 377   সংবিধানের মূল ধারার পরিপন্থী। তবে সে যুক্তি মানতে চায়নি সুপ্রিম কোর্ট।   



Post a comment
.