This Article is From Feb 20, 2019

একটি অংশের রাজনৈতিক দল এবং সংগঠন ঘৃণা ছড়াচ্ছে: মমতা

ট্যুইটে তিনি লেখেন, “রাজনৈতিক দল/সংগঠনের একটি অংশ এবং সাংবিধানিক পদে থাকা ব্যক্তিরা তাঁদের ভয়ঙ্কর মতামতের মাধ্যমে গুজব, ঘৃণা ছড়াচ্ছেন”।

একটি অংশের রাজনৈতিক দল এবং সংগঠন ঘৃণা ছড়াচ্ছে: মমতা
কলকাতা:

নিজেদের “ভয়ঙ্কর মতামতে”র মাধ্যমে গুজব এবং ঘৃণা ছড়াচ্ছে রাজনৈতিক দল এবং সংগঠনের একটি অংশ, বুধবার এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ট্যুইটে তিনি লেখেন, “রাজনৈতিক দল/সংগঠনের একটি অংশ এবং সাংবিধানিক পদে থাকা ব্যক্তিরা তাঁদের ভয়ঙ্কর মতামতের মাধ্যমে গুজব, ঘৃণা ছড়াচ্ছেন”।

তিনি বলেন, “এমনকী সাংবাদিকদেরও ছাড়া হচ্ছে না।এটা নির্লজ্জ রাজনীতি।নোংরা রাজনীতি আমাদের কোন জায়গায় নিয়ে যাচ্ছে”।

অমরনাথ যাত্রা, “কাশ্মীরের সমস্তকিছু”কে বয়কট এবং সে রাজ্য থেকে কিছু কেনা, বয়কটের ডাককে সমর্থন জানিয়েছেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়। তারপরদিনই এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

১৪ ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের কনভয়ে হামলা চালায় জইশ-ই-মহম্মদ জঙ্গিরা, শহিদ হন ৪০ জন জওয়ান। সেই প্রসঙ্গে এমন মন্তব্য করেন তথাগত রায়।

এর আগে পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনায় ৪০ জন জওয়ানের শহিদ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ও আরএসএসের বিরুদ্ধে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পুলওয়ামা হামলার সময় নিয়েও প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং লোকসভা নির্বাচনের আগে সরকার যুদ্ধ চায় কিনা, তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি।

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, পাঠানকোট হামলার পরে কোনও ব্যবস্থা নেয় নি সরকার, তারা “যুদ্ধকালীন হিস্টিরিয়া” তৈরি করতে চাইছে।

 

.