This Article is From Jan 18, 2019

তৃণমূলের সমাবেশঃ রাত থেকেই নিরাপত্তার চাদরে ঢাকা পড়ছে শহর

তৃণমূলের সমাবেশের দিন কলকাতার রাস্তায় নিরাপত্তার দায়িত্বে থাকবেন ১০ হাজার পুলিশ কর্মী। মোট ৪০০টি জায়গায় বসানো হচ্ছে পুলিশ পিকেট

তৃণমূলের সমাবেশঃ  রাত থেকেই নিরাপত্তার চাদরে  ঢাকা পড়ছে শহর

জানা গিয়েছে  শুক্রবার রাত থেকেই শহরের কয়েকটি অংশে নিরাপত্তা আরও বাড়ানো হবে

হাইলাইটস

  • সমাবেশের দিন কলকাতার রাস্তায় নিরাপত্তর দায়িত্বে ১০ হাজার পুলিশ
  • এইচআরএফএস এবং কিউআরএফটি-র বেশ কয়েকটি টিমও তৈরি থাকছে
  • দ্রোণের সাহয্যে সভামঞ্চেও নজরদারি হবে বলে লালবাজার সূত্রে খবর
নিউ দিল্লি:

তৃণমূলের সমাবেশের দিন কলকাতার রাস্তায় নিরাপত্তার দায়িত্বে থাকবেন ১০ হাজার পুলিশ কর্মী। মোট ৪০০টি জায়গায় বসানো হচ্ছে পুলিশ পিকেট। এছাড়া এইচআরএফএস এবং কিউআরএফটি-র বেশ কয়েকটি টিমও তৈরি থাকছে। রাজনৈতিক দলের বড় সমাবেশ বা  ক্রিকেট বা ফুটবল ম্যাচ থাকলে বিশেষ ব্যবস্থা করে পুলিশ। কিন্তু এবারের বিষয়টি কিছুটা  হলেও  আলাদা। তার কারণ এখনও পর্যন্ত যা খবর তাতে  ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মঞ্চে  দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী থেকে  শুরু করে বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকতে  চলেছেন। আর তাই কলকাতা পুলিশের কাছে  সভার নিরাপত্তা দেওয়া বাড়তি চ্যালেঞ্জ।

বিজেপি বিরোধী সমাবেশের প্রতি সমর্থন জানিয়ে ‘মমতাদি'-কে চিঠি লিখলেন রাহুল

খাতায় কলমে  সভা  শনিবার হলেও বৃহস্পতিবার থেকেই কলকাতায় আসতে  শুরু করেছেন তৃণমূল কর্মীরা। মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন শুক্রবার থেকেই শহরে আসতে শুরু করবেন অন্য দলগুলির নেতারা। তাঁদের জন্য কয়েকটি হটেলে ঘর ভাড়া নেওয়া হয়েছে। সেখানেও নিরাপত্তার ব্যবস্থা  করা হবে বলে জানান কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল জাভেদ শামিম।

তৃণমূলের সমাবেশের পর ‘চায়ে পে চর্চায়' মিলিত হবেন বিভিন্ন বিজেপি বিরোধী দলের নেতারা

জানা গিয়েছে  শুক্রবার রাত থেকেই শহরের কয়েকটি অংশে নিরাপত্তা আরও বাড়ানো হবে। দ্রোণের সাহয্যে সভামঞ্চেও নজরদারি হবে। তাছাড়া রাত পোহালেই শহরের কয়েকটি রাস্তায় যান নিয়ন্ত্রণ শুরু হবে বলে খবর । সেই রুট ইতিমধ্যেই জানিয়ে  দিয়েছে পুলিশ।                                

.