ড্রোনের মাধ্যমেও চলবে নজরদারি ।
কলকাতা: স্বাধীনতা দিবসের আগে রাজ্যের নিরাপত্তা বাড়ানো হল। কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সীমান্ত লাগোয়া এলাকা থেকে শুরু করে গোটা রাজ্যেই নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।
কলকাতার প্রবেশপথগুলিতে চলছে বিশেষ নজরদারি। পুলিশ জানিয়েছে এরকম 24টি পয়েন্ট বেছে নিয়ে নজরদারি চালানো হচ্ছে । শহরের ভেতরে ঢোকা প্রতিটি গাড়িতে তল্লাশিও চালানো হচ্ছে। পাশাপাশি শহরের হোটেল এবং লজগুলিকে চোখে চোখে রাখা হয়েছে । এছাড়া শহরের বিভিন্ন প্রান্তে থাকা সিসিটিভি ক্যামেরা আছে সচল কিনা তাও দেখছেন পুলিশ কর্মীরা।
ইন্দিরা গান্ধি সরণি ( রেড রোড)তে হবে স্বাধীনতা দিবসের প্যারেড। রাজ্যপাল থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর মতো ভিআইপিরা সেখানে হাজির থাকবেন। স্বভাবতই গোটা রেড রোড কার্যত পুলিশের দখলে। তাছাড়া আকাশপথে ড্রোনের মাধ্যমেও চারপাশের পরিস্থিতির ওপর নজরদারি চলবে।
এ ধরনের ছুটির দিনে সিনেমা হল থেকে শুরু করে শপিং মলে ভিড় উপচে পড়ে। আর সে মতো পুলিশি ব্যবস্থাও রাখা হয়েছে।