ভিভিয়ান গোমসের ক্যামেরায় বন্দি এ কে !
বাড়ির সিকিউরিটি ক্যামেরা (security cameras) চেক করতে গিয়েই চক্ষু চড়কগাছ ভিভিয়ান গোমসের (Vivian Gomez)। তাঁর ড্রাইভওয়ে দিয়ে হাঁটাচলা করছে ও কে! অনলাইনে সেই ছবি ছাড়তেই যথারীতি শোরগোল নেটপাড়ায়। অনেকে বলছেন, প্রাণীটি এলফ (Elf-Like Creature)। বেয়সির ভাগের মতে, পুরোটাই ভিভিয়ানের ক্যামেরার কারসাজি।
ভিভিয়ান নিজেও বিস্মিত ছবি দেখে। জানিয়েছেন, "সকালে ঘুম থেকে উঠে সিকিউরিটি ক্যামেরায় ওই ছবি দেখে তাজ্জব বনে গেছি। প্রথমে দেখি আবছা মতো কী একটা আমার দরজার সামনে থেকে হেঁটে যাচ্ছে। পরে দেখি কিম্ভূত দেখতে এক অজানা প্রাণী। এরকম প্রাণীর ছবি আপনাদের কারোর ক্যামেরায় কোনোদিন ধরা পড়েছে?"
পাশাপাশি তিনি এও জানিয়েছেন, তাঁর বাকি দু-টি ক্যামেরায় কোনও কারণে এই ছবি ধরা পড়েনি।
দেখুন: সন্তানের শোকমিছিলে সামিল হাতি মা সহ পশুরা!
মিস গোমসের (Ms Gomez) শেয়ার করা ভিডিওয় দেখা যাচ্ছে একটি প্রাণী তাঁর ড্রাইভওয়ে দিয়ে হেঁটে যাচ্ছে। ভিজডিও দেখার পরে নানা মুনির নানা মত। কেউ বলেছেন এটি এলফ বা গবলিন। কেউ মিল পেয়েছেন ডবির সঙ্গে। অনেকেই আবার হ্যারি পটারের ম্যাজিকাল হাউসের এলফের সঙ্গে মিল পেয়েছেন।
দেখুন সেই ভিডিওর ঝলক:
নেটে ছাড়ার পড়েই ছবির ভিউয়ার্স ৯ লক্ষ। ফেসবুক উপচে পড়েছে মন্তব্যে। এটি টুইটারে আবার রিপোস্ট করার পর ছবিটি দেখেছেন ৩০ লক্ষ জন।
অমানবিক: বহুতলের বারান্দা থেকে দুই পোষ্যকে ছুঁড়ে ফেলে দিলেন চিকিৎসক!
প্রাণিটি কী, তাই নিয়ে নানা মন্তব্যে নেট দুনিয়া তোলপাড়া
বহু জনে প্রকৃত ঘটনা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন
অন্যরা বলছেন, পুরোটাই লোক ঠকানো। ছবিতে অন্য ফ্রেমের প্রতিফলন রয়েছে।
অনেকেই বলছেন, প্রাণীটিকে দেখতে অনেকটাই ডবির মতো। যে হ্যারি পটারকে খুব পছন্দ করত।
আবার অনেকেরই মত, ভিভিয়ান গোমস ক্যামেরার কারসাজিতে বা ফোটোশপ করে এই ধরনের এফেক্ট এনেছেন ছবিতে। যদিও গোমস অনড় তাঁর মতে : "এখানে কোনও কারসাজি নেই। পুরোটাই সত্যি।"
তাহলে, ও কে গো!
Click for more
trending news