This Article is From May 22, 2019

কুলগামে দুই জঙ্গিকে নিকেশ করল সেনা, উদ্ধার অস্ত্র

কাশ্মীর পুলিশের মুখপাত্র জানিয়েছেন কুলগামে এলাকায় জঙ্গিরা আত্মগোপন করে আছে বলে জানতে পারে বাহিনী।

Advertisement
অল ইন্ডিয়া
শ্রীনগর:

কাশ্মীরের কুলগ্রাম (Kulgam District Of Jammu And Kashmir) জেলায় দুই জঙ্গিকে নিকেশ করল ভারতীয় নিরাপত্তা বাহিনী (Security Forces) । আজ সকালে গুলির লড়াইয়ে মৃত্যু হলে ওই দুই জঙ্গির। তাঁদের কাছ থেকে  প্রচুর পরিমাণে অস্ত্র  উদ্ধার হয়েছে। কাশ্মীর পুলিশের মুখপাত্র জানিয়েছেন কুলগামে এলাকায় জঙ্গিরা আত্মগোপন করে আছে বলে জানতে পারে বাহিনী। আর সেভাবে তাদের নিকেশ করতে অপারেশন শুরু করা হয়। গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ওই দুইজনের। তিনি আরও বলেন এলাকায় বাহিনী পৌছতেই জঙ্গিরা প্রথমে গুলি করতে শুরু করে। পাল্টা জবাব দেয় বাহিনী। তাতেই মৃত্যু হয় ওই দুই জঙ্গির।

 এই দুই জঙ্গি কোন সংগঠনের সঙ্গে জড়িত ছিল তা জানার কাজ শুরু হয়েছে।  তাদের সঙ্গে কাদের যোগাযোগ ছিল তা জানার চেষ্টা চলছে। কাশ্মীর পুলিশের মুখপাত্র দুজনের থেকে বন্দুক এবং অন্যান্য অস্ত্রশস্ত্র তৈরির সামগ্রীও উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন।

পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় বা যাতে অন্য কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই আপাতত কুলগাম জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

Advertisement
Advertisement