This Article is From Jan 13, 2019

কাশ্মীরে আইইডি বিশেষজ্ঞ সহ দুই জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী

দুই জঙ্গির কাছ থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। সেগুলি নিজেদের হেফাজতে নিয়েছে  বাহিনী। এই দু'জনের মধ্যে জীনাতের মৃত্যুই সব দিক থেকে  বেশি তাৎপর্যপূর্ণ বলে মনে  করা হচ্ছে

কাশ্মীরে আইইডি বিশেষজ্ঞ সহ দুই জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী

আল বাবরের আগে জিনাত ইন্ডিয়ান মুজাহিদিনের সঙ্গে যুক্ত ছিল

হাইলাইটস

  • কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই জঙ্গির মৃত্যু হল
  • এদের মধ্যে জিনাত-উল-ইসলাম নামে এক জঙ্গি আইইডি বিশেষজ্ঞ
  • দুই জঙ্গির কাছ থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে
শ্রীনগর:

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই জঙ্গির মৃত্যু হল। এদের মধ্যে এক জঙ্গি আইইডি বিশেষজ্ঞ। জিনাত-উল-ইসলাম নামে ওই জঙ্গি আল বাবর নামে একটি সংগঠনের সদস্য।

সূত্রের খবর শনিবার সন্ধ্যার দিকে নিরাপত্তা বাহিনী জানতে পারে দক্ষিণ কাশ্মীরে কুলগাম জেলার কাটোপরা এলাকায় কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে। খবর পেয়ে বাহিনীর জওয়ানরা সেখানে পৌঁছে যান। প্রাণ ভয়ে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। কড়া জবাব দেয় বাহিনী। তাতেই মৃত্যু হয় দুজনের। তাছাড়া এই ঘটনায় আর কারও প্রাণ যায়নি বলে খবর।

মায়াবতী ও অখিলেশের জোটকে স্বাগত জানালেন মমতা

দুই জঙ্গির কাছ থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। সেগুলি নিজেদের হেফাজতে নিয়েছে  বাহিনী। এই দু'জনের মধ্যে জীনাতের মৃত্যুই সব দিক থেকে  বেশি তাৎপর্যপূর্ণ বলে মনে  করা হচ্ছে।  আল বাবরের আগে সে ইন্ডিয়ান মুজাহিদিনের সঙ্গে যুক্ত ছিল। সে সময়ও একাধিক নাশকতার ঘটনায় তার নাম জড়িয়েছিল।

.