This Article is From Sep 14, 2018

জল দিয়ে রুটি খেতে হল সিকিউরিটি গার্ডকে! ভাইরাল ভিডিও

এমন একটি ভিডিও ভাইরাল হল যা দেখে কষ্ট পাবেন আপনিও। জল দিয়ে রুটি খেতে হচ্ছে সিকিউরিটি গার্ডকে।

জল দিয়ে রুটি খেতে হল সিকিউরিটি গার্ডকে! ভাইরাল ভিডিও

জল দিয়ে রুটি খেতে হচ্ছে সিকিউরিটি গার্ডকে। ভাইরাল হল ভিডিও

ভারতীয় জনসংখ্যার একটা বড় অংশকে এখনও দিন কাটাকে হয় বিনা আহারে বা থাকতে হয় আধপেটা হয়। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স ২০১৭ সালের রিপোর্ট অনুযায়ী, অনাহারের সূচকে ১১৯টি দেশের মধ্যে ১০০ নম্বরে রয়েছে ভারত। এদেশে এখনও প্রতিদিন খালি পেটেই ১৯ কোটি লোক খালি পেটেই ঘুমোতে যায়। এছাড়া নিম্নমানের খাবারের জন্য নিত্যদিন মরতে হয়  ৩০০ গরিব শিশুকে। এখনও অনেকের কাছেই খাবার পৌঁছয় না, সেটা অনাহারের মূল কারণ। যথাযথ খাবার যে এখনও মানুষের হাতে পৌঁছয় না তার উদাহরণ হিসেবে ভাইরাল হয়েছে একটি ভিডিও। তাতে এক সিকিউরিটি গার্ডকে জল দিয়ে রুটি খেতে দেখা গেছে।

অনেকেই শেয়ার কেরছেন ভিডিওটি। কেউ কেউ আবার খাবার নষ্ট না করার অবেদন করেছেন। কারণ, অনেকেই খাবার বেশি হলে ডাস্টবিনে পেলে নষ্ট করেন। সেই খাবারটা হয়তো কোনও গরিবারকে রক্ষা করতে পারে অনাহারের হাত থেকে।  


দেখুন VIDEO:

 

.