This Article is From Jun 20, 2019

যোগী আদিত্যনাথ, আরএসএসের বিরুদ্ধে কু-মন্তব্য করে কোপে পড়লেন হার্ড কৌর!

সাংবাদিকের পর এবার যোগী আদিত্যনাথ এবং রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ বা আরএসএসের বিরুদ্ধে কু-মন্তব্য করার অভিযোগে অভিযুক্ত হলেন আমেরিকান র্যাপার হার্ড কৌর।

যোগী আদিত্যনাথ, আরএসএসের বিরুদ্ধে কু-মন্তব্য করে কোপে পড়লেন হার্ড কৌর!

হার্ড কৌর বা তরণ কৌর ধিলোঁ ভারতে জন্মালেও বর্তমানে আমেরিকাবাসী

হাইলাইটস

  • ইনস্টাগ্রামে হার্ড কৌর একাধিক মন্তব্য করেন
  • প্ররোচিত করার অভিযোগে কৌরের নামে এফআইআর দায়ের হয়েছে বারাণসীতে
  • হার্ড কৌর বা তরণ কৌর ধিলোঁ ভারতে জন্মালেও পড়ে আমেরিকায় চলে যান
লখনউ:

সাংবাদিকের পর এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) এবং রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ বা আরএসএসের (RSS) বিরুদ্ধে কু-মন্তব্য করার অভিযোগে অভিযুক্ত হলেন আমেরিকান র্যাপার হার্ড কৌর (Hard Kaur)। খবর, গত সোমবার তিনি নাকি একাধিক মন্তব্য করেছেন ইনস্টাগ্রামে।

প্ররোচিত ও উত্যক্ত করার অপরাধে তাঁর বিরুদ্ধে বারাণসীতে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় এফআইআর দায়ের হয়েছে। গতকাল, তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন স্থানীয় আইনজীবী শশাঙ্ক শেখর। পরবর্তী পদক্ষেপের জন্য আইনজীবীর সেই অভিযোগ পেশ করা হয়েছে অপরাধ দমন শাখায়।  

হার্ড কৌর নাকি মোহন ভাগবতের দুটি পোস্ট তুলে তার সমালোচনা করেছেন। তাঁর মতে বিজেপি শুধুই ধর্মসর্বস্ব এবং আদর্শসর্বস্ব। প্রসঙ্গত, হার্ড কৌর বা তরণ কৌর ধিঁলো ভারতে জন্মালেও বর্তমানে আমেরিকাবাসী। গ্লসি আর মুভ ইওর বডি--- গান দুটি তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছে।
 

.