দিন রাত এক করে তিনি এই দিনটার জন্য প্রস্তুতি নিয়েছেন।
আমেরিকান তারকা উইল স্মিথ 50 তম জন্মদিনে গ্র্যান্ড ক্যানিয়নে হেলিকপ্টার থেকে ঝাঁপ দিয়ে উদযাপন করলেন। ইউটিউবে লাইভ স্ট্রিম হওয়া একটা ভিডিওতে দেখা যাচ্ছে তাঁর সমগ্র পরিবারের সাপোর্টে স্মিথ গ্র্যান্ড ক্যানিয়নে হেলি-জাম্প করছেন। তাঁর স্ত্রী জাদা পিনকেট স্মিথ, কন্যা উইলো স্মিথ, পুত্র জেডন স্মিথ সকলেই তাঁর পাশে দাঁড়িয়ে তাকে ভরসা জোগাচ্ছিল যখন সে লাফানোর জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছিল।
ভিডিওতে স্মিথকে বলতে শোনা যাচ্ছে 19676 সালে পরিবারের সঙ্গে তিনি প্রথম ক্যাম্পার ভ্যানে করে গ্র্যান্ড ক্যানিয়নে যান। কিন্তু কম বয়সে উচ্চতায় ভয় পেয়ে তিনি সে সময় পিছিয়ে যান। কম বয়সে ভয় পেয়ে তিনি অনেক কাজ থেকেই পিছু হঠেছেন বলে জানিয়েছেন।
ভিডিওর বানজি রিপোর্ট অনুসারে, স্মিথ 550 ফুট উপর থেকে ঝাঁপ মারেন এবং 200 ফুটের দড়ি দিয়ে তিনি আটকানো ছিলেন।
হেলি জাম্পিং অন্যতম ভয়ঙ্কর বানজি জাম্পিং, যেহেতু সেখানে কোনও ভাল প্রতিষ্ঠান নেই।
'মেন ইন ব্ল্যাক' স্টার লাফানোর আগে দিন রাত এক করে প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি ইনস্টাগ্রামে একটা পারিবারিক ছবি পোস্ট করে লিখেছেন, "আমার স্কোয়াড আমার জীবনের বড় 5-0 এর জন্য আমাকে ধরে রেখেছে।"
দেখুন ভিডিও:
Click for more
trending news