Read in English தமிழில் படிக்க
This Article is From Feb 03, 2019

বিহারে বেলাইন সীমাঞ্চল এক্সপ্রেস, ঘুমের মধ্যেই প্রাণ হারালেন ৭, আহত কমপক্ষে ২৪

Seemanchal Express: সীমাঞ্চল এক্সপ্রেসের ৯ টি কোচ সাহাদাই বুজুর্গের কাছেবেলাইন হয়েছে বলে জানিয়েছে রেল।

Advertisement
অল ইন্ডিয়া (with inputs from Agencies)
নিউ দিল্লি:

ফের মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার সাক্ষী বিহার। কামরা বেলাইন হয়ে ঘুমের মধ্যেই প্রাণ হারালেন অন্তত ৭ জন, আহত আরও অনেকে। পাটনা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে বিহারের বৈশাখী জেলায় আজ ভোর ৩.৫২ নাগাদ এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটেছে। আপাতত আহতের সংখ্যা ২৪। সীমাঞ্চল এক্সপ্রেসের ৯ টি কোচ সাহাদাই বুজুর্গের কাছেবেলাইন হয়েছে বলে জানিয়েছে রেল।

রেল সূত্রের খবর, বিহারের যোগবাণী থেকে দিল্লির আনন্দ বিহার টার্মিনালগামী এই সুপারফাস্ট ট্রেনটি দুর্ঘটনার সময় পূর্ণ গতিতে চলছিল। তিনটি কোচ বেলাইন হয়ে ছিটকে উলটে যায় এবং সর্বোচ্চ গতিতে থাকায় একেবারে ধ্বংস হয়ে যায়। ভোরবেলা বিকটে আওয়াজে ঘুম ভেঙে যায় যাত্রীদের। দুর্ঘটনার কথা বলতে গিয়ে এক আহত যাত্রী বলেন, “বীভৎস জোর একটা আওয়াজ শুনি। তারপরেই দেখি কেউ একটা জানলা ভাঙল। আমি অন্য কিছুই আর দেখতে পাইনি, তারপর কেউ কাঁচের জানালা খুলে ফেলল। আমার ভাই বাবাকে টেনে বের করে আনে, আর বাবা আমাকে টেনে বাইরে বের করে নেন।”

চিটফান্ড কেলেঙ্কারীঃ জেরা করার জন্য কলকাতা পুলিশ কমিশনারকে খুঁজছে সিবিআই

Advertisement

দুর্ঘটনাগ্রস্ত কোচগুলির মধ্যে একজন ব্যক্তি আটকা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে এবং মৃতের সংখ্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

রেল মন্ত্রণালয় বেশ কয়েকটি হেল্পলাইন নম্বর জারি করেছে - শোনপুর ০৬১৫৮২২১৬৪৫, হাজিপুর ০৬২২৪২৭২২৩০ এবং বারাউনি ০৬২৭৯২৩২২২২। একটি বিবৃতিতে রেলমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেন, “বিহারের সাহাদাই বুজুর্গের যোগবাণী-আনন্দ বিহার টার্মিনাল সীমঞ্চল এক্সপ্রেসের ৯ টি কোচ বেলাইন হয়েছে। উদ্ধার ও ত্রাণ কার্য চলছে।"

রেল তাঁদের সরকারি টুইটার অ্যাকাউন্টে লিখেছে, “রেলমন্ত্রী রেল বোর্ডের সদস্য এবং জিএম ইসিআরের (পূর্ব কেন্দ্রীয় রেল) সঙ্গে #সীমাঞ্চল এক্সপ্রেস দুর্ঘটনার বিষয়ে যোগাযোগ রাখছেন।... তিনি (পীয়ূষ গোয়েল) যে সমস্ত নিরপরাধ জীবন এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন তাঁদের পরিবারের উদ্দেশ্যে গভীর শোকপ্রকাশ করেছেন এবং দ্রুত উদ্ধার কাজ চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন।”

Advertisement

ব্রিগেডেই প্রমাণ হবে বামেরা অপ্রাসঙ্গিক নয় দাবি বিমানের

সীমাঞ্চল এক্সপ্রেস: বিহারের সাহাদাই বুজুর্গে ৯ টি কোচ বেলাইন হওয়ার পর উদ্ধার অভিযান চলছে।

পূর্ব মধ্য রেলের মুখপাত্র রাজেশ কুমার জানান, নয়টি কোচের মধ্যে তিনটি স্লিপার কোচ রয়েছে - এস 8, এস 9, এস 10, একটি সাধারণ কোচ, একটি এসি কোচ এবং বি 3। কাছাকাছি দু'টি শহর শোনপুর ও বারাউনি থেকে চিকিৎসকদের একটি দল দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর দুই দলও ঘটনাস্থলে পৌঁছেছে বলে একজন রেলকর্তা জানান।

Advertisement

ওই লাইনে সমস্ত প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে।

Advertisement