This Article is From Jan 11, 2019

সাংবাদিক হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হল স্বঘোষিত 'গডম্যান' রাম রহিমকে

ঘোষিত 'গডম্যান' রাম রহিম সহ আরও একাধিক ব্যক্তিকে শুক্রবার হরিয়ানার বিশেষ আদালত সাংবাদিক খুনের মামলায় দোষী সাব্যস্ত করল।

রামচন্দ্র ছতরপতিকে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করা হল গুরমিত রাম রহিমকে।

হাইলাইটস

  • দুই মহিলা ভক্তকে ধর্ষণের দায়ে ২০ বছর জেল হয় রাম রহিমের
  • ২০০২ সালে সাংবাদিক হত্যার প্রধান অভিযুক্ত রাম রহিম
  • রাম রহিম যে মহিলাদের ধর্ষণ করত, তা প্রথম তুলে ধরেন ওই সাংবাদিক
নিউ দিল্লি:

২০১৭ সালে তাকে গ্রেফতারের পর হিংসায় উত্তাল হয়ে গিয়েছিল হরিয়ানায় তার ডেরা সাচ্চা সৌদা। তার লক্ষ লক্ষ ভক্ত মিলে তাণ্ডব চালিয়েছিল হরিয়ানা সহ উত্তর ভারতের বিভিন্ন অঞ্চল জুড়ে। সেই স্বঘোষিত 'গডম্যান' রাম রহিম সহ আরও একাধিক ব্যক্তিকে শুক্রবার হরিয়ানার বিশেষ আদালত সাংবাদিক খুনের মামলায় দোষী সাব্যস্ত করল। ২০০২ সালে ওই সাংবাদিক রামচন্দ্র ছত্রপতিকে রাম রহিম ও তার সহকারীরা মিলে নৃশংসভাবে হত্যা করে বলে অভিযোগ। সংবাদসংস্থা পিটিআইয়ের মুখোমুখি হয়ে সিবিআইয়ের আইনজীবী এইচ পি এস বর্মা বলেন, "যে চারজন অভিযুক্ত ছিল, তাদের প্রত্যেককেই দোষী সাব্যস্ত করা হয়েছে"।

পঞ্চকুলার বিশেষ আদালতে এই রায় দেন বিচারপতি জগদীপ সিংহ।

আগামী ১৭ জানুয়ারি রাম রহিমের শাস্তি ঘোষণা করা হবে।

রোহতকের সুনারিয়া জেল থেকে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে আদালতের সামনে উপস্থিত করা হয় রাম রহিমকে।

এই মামলাটি নিয়ে প্রথম অভিযোগ দায়ের করা হয় ২০০৩ সালে। সিবিআইয়ের হাতে মামলাটি আসে ২০০৬ সালে। বহু চেষ্টা সত্ত্বেও, সাক্ষীদের ভয় দেখিয়ে প্রতারণা থেকে শুরু করে আরও অনেক অপরাধমূলক কাজ করা সত্ত্বেও শেষমেশ এতদিন বাদে ঠিক বিচার মিলল বলে মনে করছেন ওই সাংবাদিকের পরিবারের সদস্যরা। রাম রহিম ছাড়া এই মামলায় বাকি তিন অভিযুক্তের নাম হল- কুলদীপ সিংহ, নির্মল সিংহ এবং কৃষণ লাল। রাম রহিম যে মহিলাদের ধর্ষণ করত, তা প্রথম তুলে ধরেন ওই সাংবাদিক।

প্রসঙ্গত, নিজের দুই মহিলা ভক্তকে ধর্ষণ করার অপরাধে এর আগেই রাম রহিমের ২০ বছরের জেলের সাজা শুনিয়েছিল আদালত।

 

ram chander chhatrapati potrait afp

 

.