বালা সাঁই বাবা দু’টি আশ্রম প্রতিষ্ঠা করেছেন
নিউ দিল্লি: বালা সাঁই বাবা, স্ব-শৈলিত গডম্যানের মৃত্যু হল মঙ্গলবার। অন্ধ্রপ্রদেশের একটি প্রাইভেট হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি পরলোকগমন করেন বলে জানা গিয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮।
১৯৬০ সালের ১৪ই জানুয়ারি অন্ধ্রপ্রদেশের কুর্নুলে জন্মগ্রহণ করেন তিনি। বালা সাঁই বাবাকে বলা হত ‘ম্যাজিক বাবা'। তাঁর ভক্তেরা বলেন, প্রতি বছর শিবরাত্রির দিন তাঁর মুখ দিয়ে শিবই যেন কথা বলেন। রিপোর্ট জানাচ্ছে, তিনি নাকি হাওয়ার মধ্যে থেকে গয়নার টুকরো তৈরি করে আনতে পারতেন। তবে যুক্তিবাদীরা একে কৌশল বলেই ব্যাখ্যা করেন।
এ ছাড়াও তাঁর বিরুদ্ধে জমি দখল ও চেক বাউন্সের অভিযোগ রয়েছে।
বালা সাঁই বাবা দু'টি আশ্রম প্রতিষ্ঠা করেছেন। একটি কুর্নুলে অন্যটি হায়দ্রাবাদে। অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানাতে তার সীমিত সংখ্যক ভক্ত থাকলেও বিদেশে তাঁর প্রচুর ভক্ত রয়েছে।
কুর্নুলের বালা সাঁই ইন্টারন্যাশনাল স্কুলে বুধবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
আরও খবর পড়ুন এখানে