কলকাতা: জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মানুষের জীবনের মূল সঞ্চয় তার অভিজ্ঞতার পুঁজি। সেই অভিজ্ঞতা কালক্রমে পরিণত হয় স্মৃতিতে। সে সব স্মৃতি কখনও সুখের কখনও বা দুঃখের। কিন্তু মানুষের জীবনভর এমনকি অনেক জাতিস্মরের ক্ষেত্রে পরের জীবনেও ভিড় করে আসে স্মৃতি। তাই ঢাকুরিয়া এলাকার সেলিমপুর পল্লির এ বারের থিম জন্মান্তর। মানুষের এক জন্মে শেষ হয় না যে সব স্মৃতি, তাই বহমান থাকে। মণ্ডপে তাই পুরনো বছরের ক্যালেন্ডার থেকে আগামী বেশ কিছু বছরের ক্যালেন্ডারও ব্যবহৃত হয়েছে। আর রয়েছে লাটাই। তার সুতো কোথাও অনন্ত। কোথাও সে সুতো কয়েক হাত গিয়ে থমকে গিয়েছে। ঠিক যেন আমাদের জীবন, কারও জীবন থমকে গিয়েছে কয়েক পা গিয়েই আর কারও জীবন অনন্ত। মণ্ডপ সজ্জায় বাংলার নিজস্ব শিল্পের অনেক রকম উপাদান ব্যবহার করা হয়েছে। পাট, পাটি, বাঁশ, মাদুর, চাটাই থেকে শুরু করে কী নেই সেখানে।
দেখুন ভিডিও:
জন্ম আর পুজো আমাদের জীবনে যেন এক সুতোয় বাঁধা। জন্ম থেকে জন্মান্তরে রূপ পরিবর্তিত হয় কিন্তু জীবনের মূল রশিটা আলগা হয় না। সে চলে তার নিজের ছন্দে। প্রলয়েও তার লয় নেই। ঠিক তেমনই দুর্গাপুজোর সঙ্গেও আমাদের সম্পর্ক বহমান, তা থমকে যায় না। স্তব্ধ হয় না। প্রতি বছর পুরনো মুখ কিছু কিছু চলে যায়, কিন্তু নতুন এক ঝাঁক মুখ সাদরে মাকে বরণ করে নিয়ে আসে নিজেদের আঙিনায়। উৎসবের রং বদলায় কিন্তু উৎসবের সঙ্গে সম্পর্ক জন্ম জন্মান্তরে থেকে যায়।