Jamia Firing Incident: চিন্ময় বিসওয়ালকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ফাইল চিত্র)
হাইলাইটস
- নির্বাচন কমিশন দক্ষিণ-পূর্ব দিল্লির পরিস্থিতি খতিয়ে দেখেছে
- একের পর এক গুলি চালানোর ঘটনায় ওই এলাকা যথেষ্ট উত্তপ্ত হয়ে আছে
- জামিয়া বিশ্বিবিদ্যালয়ের বন্দুক হামলার পর শনিবার গুলি চলে শাহিনবাগেও
নয়া দিল্লি: দিল্লিতে (Delhi) সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ চলাকালীন একের পর এক হামলার ঘটনায় (Jamia Firing Incident) সন্ত্রস্ত রাজধানীর মানুষ। কপালে ভাঁজ পড়েছে নির্বাচন কমিশনেরও, কেননা আগামী ৮ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভার নির্বাচন (Delhi Elections 2020)। এরই মধ্যে সিএএ-বিরোধী সমাবেশে বন্দুকবাজের হামলার ঘটনায় দক্ষিণ পূর্ব দিল্লির ডেপুটি-পুলিশ কমিশনার চিন্ময় বিসওয়ালকে (Chinmoy Biswal) তাঁর পদ থেকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ওই অঞ্চলে অন্তর্বর্তী ডিসিপি হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে উর্ধ্বতন পুলিশ কর্তা কুমার জ্ঞানেশকে। রবিবার নির্বাচন কমিশন শাহিনবাগ সহ সংলগ্ন এলাকা পরিদর্শনের পর বিসওয়ালকে অপসারণের সিদ্ধান্ত নেয়। তাঁকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট করতে বলা হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে খবর, রবিবার দিল্লির শীর্ষ নির্বাচনী আধিকারিক ও পুলিশ পর্যবেক্ষকের কাছ থেকে গোটা অঞ্চলটির আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত একটি রিপোর্ট খতিয়ে দেখে কমিশন। সামনেই দিল্লি বিধানসভা নির্বাচন। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করার জন্য চিন্ময় বিসওয়ালের নেওয়া পদক্ষেপে সন্তুষ্ট নয় নির্বাচন কমিশন, সেই জন্যেই তাঁকে সরতে হল বলে মনে করা হচ্ছে।
CAA Protest: দিল্লির জামিয়া বিশ্ববিদ্যালয়ে ফের চলল গুলি, এই নিয়ে তৃতীয়বার!
২ ফেব্রুয়ারি, শাহিনবাগে সিএএ-বিরোধী অবস্থান-বিক্ষোভের অঞ্চলে গুলি চালায় এক বন্দুকবাজ। এর আগেও জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় চত্বরে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় বিক্ষোভ-সমাবেশ চলাকালীন পুলিশের উপস্থিতিতেই গুলি চালায় এক তরুণ। সেই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। তারই মধ্যে আবার শাহিনবাগের গুলি চালানোর ঘটনা আগুনে ঘি দিয়েছে বলে মনে করা হচ্ছে। এখানেই শেষ নয়, রবিবার রাতে জামিয়া বিশ্ববিদ্যালয় চত্বরে ফের গুলি চলে। গোটা ঘটনায় চরম অসন্তুষ্ট নির্বাচন কমিশন।
শাহিনবাগে গুলি এক ব্যক্তির, ধৃত অভিযুক্ত, কেউ আহত হয়নি, জানাল পুলিশ
কমিশন অতিরিক্ত ডিসিপি (দক্ষিণ পূর্ব) কুমার জ্ঞানেশকে ওই অঞ্চলের দায়িত্ব নেওয়ার জন্যে নির্দেশ দিয়েছে। নির্বাচন কমিশনের মুখপাত্র জানিয়েছেন, "নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে এই কথা জানানো হচ্ছে যে চিন্ময় বিসওয়ালকে (আইপিএস ২০০৮), দক্ষিণ পূর্ব দিল্লির ডিসিপি হিসাবে তাঁর বর্তমান পদ থেকে তাৎক্ষণিক ভাবে অপসারণ করা হল, তাঁকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট করতে হবে। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে কমিশন নির্দেশ দিয়েছে যে আপাতত অতিরিক্ত ডিসিপি হিসাবে কুমার জ্ঞানেশ চিন্ময় বিসওয়ালের স্থলাভিষিক্ত হবেন।" পাশাপাশি নির্বাচন কমিশন ওই অঞ্চলের জন্যে জরুরি ভিত্তিতে 'যোগ্য পুলিশকর্তা' নিয়োগের জন্য স্বরাষ্ট্র মন্ত্রক এবং দিল্লি পুলিশের প্রধানকে তিন পুলিশ আধিকারিকের নামের একটি প্যানেল পাঠিয়েছে বলে জানা গেছে।