This Article is From Nov 21, 2018

সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে হারিয়ে গেল ৬ বছরের শিশু, উদ্ধার ময়দান থেকে

৬ বছর বয়সী ছেলেটি মা-বাবার সঙ্গে মেট্রোতে উঠেছিল আজ। আরও হাজার হাজার মানুষের ভিড়েই মিশে ছিল সে। একদৃষ্টে চেয়ে থাকতে থাকতে কিছু দেখছিল কি? তা জানা যায় না।

Advertisement
Kolkata

আরপিএফের এক কর্তব্যরত কর্মী উদ্ধার করেন শিশুটিকে

কলকাতা:

৬ বছর বয়সী ছেলেটি মা-বাবার সঙ্গে মেট্রোতে উঠেছিল আজ। আরও হাজার হাজার মানুষের ভিড়েই মিশে ছিল সে। একদৃষ্টে চেয়ে থাকতে থাকতে কিছু দেখছিল কি? তা জানা যায় না। যা, জানা গিয়েছিল, তা হল, মেট্রোর ভিড় এবং কিঞ্চিৎ অন্যমনস্কতার কারণে, তার বাবা-মা নেমে গেলেও নামতে পারেনি ছেলেটি। ঘটনাটি ঘটে সেন্ট্রাল স্টেশনে। স্টেশনে নেমে নিজেদের সন্তানকে খুঁজে না পেয়ে পাগলের মতো অবস্থা হয় অভিভাবকদের। ট্রেন ততক্ষণে ছেড়ে দিয়েছে। তাঁরা সঙ্গে সঙ্গেই খবর দেন মেট্রো স্টেশনে উপস্থিত নিরাপত্তারক্ষী এবং কর্তব্যরত অফিসারদের। জানান মেট্রোর মুখপাত্র ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়।

মেট্রো রেলটি পেরিয়ে যায় এক-এক করে মোট তিনটি স্টেশন। ওই সময়ই ময়দান স্টেশন থেকে আরপিএফের এক কর্তব্যরত কর্মী উদ্ধার করেন শিশুটিকে।

হাঁফ ছেড়ে বাঁচেন অভিভাকরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁদের হাতে তুলে দেওয়া একরত্তি ছেলেটিকে।

Advertisement
Advertisement