Valentine's Day 2020: বিশ্বময় প্রেমের দিনে কোন সাতটি কথা সঙ্গীকে জানাবেন না রইল তার তালিকা।
হাইলাইটস
- ১৪ ফেব্রুয়ারি ভালবাসার দিন— ভ্যালেন্টাইনস ডে
- সারা বিশ্ব জুড়ে প্রহর গুনছেন প্রেমিক-প্রেমিকারা
- এই দিনে সাতটি কথা সঙ্গীকে জানাতে নেই
প্রেমের ফাঁদ পাতা ভুবনে। সেই ফাঁদে যাঁরা ধরা পড়েছেন, তাঁদের জন্য এক ‘মহা' উৎসবের দিন ভ্যালেন্টাইনস ডে (Valentine's Day)। গ্রিটিং কার্ড কোম্পানি থেকে শুরু করে চকোলেট বিক্রেতা— সকলেই এখন মহা ব্যস্ত। প্রেমিক-প্রেমিকারা প্রহর গুনছেন প্রেমের দিন (Valentine's Day ২০২০) পালনের জন্য। প্রত্যেকেই মনে মনে পরিকল্পনা করছেন, শুক্রবার কেমন করে তাঁদের ভালবাসার মানুষটিকে মুগ্ধ করা যায়। আপনিও যদি তেমনই ভেবে থাকেন, তাহলে একটা কাজ করুন। নিজের হাতের লেখায় মনের কথা লিখে জানান সঙ্গীকে। কিন্তু তা করার আগে মনে মনে প্রস্তুত হোন কোন কোন কথাগুলো একেবারে লিখবেন না সেখানে। জেনে নিন ১৪ ফেব্রুয়ারি বিশ্বময় প্রেমের দিনে কোন সাতটি কথা সঙ্গীকে জানাবেন না:
১. ‘‘তোমার সন্তানের জন্য অধীর হয়ে আছি''
এর আগে একথা বলে থাকলে আলাদা কথা। অন্যথায়, এদিনটা একথা বলার জন্য নয়। ওই বিষয়ে কথা বলার জন্য আলাদা দিন আছে। ভ্যালেন্টাইনস ডে'-তে এবিষয়ে কিছু বলতে যাবেন না।
২. ‘‘রোজেস আর রেড ভায়োলেটস আর ব্লু...''
এই ছড়াটা বেজায় পুরনো। বহুল ব্যবহৃত এই পঙক্তি আর ব্যবহার করার দরকার নেই। নতুন কিছু ভাবুন।
৩. ‘‘ক্যানসেল করতে হবে...''
এমন কথা কখনও বলতে যাবেন না। বিশেষ করে ভ্যালেন্টাইনস ডে'-র দিন তো নৈব নৈব চ।
৪. ‘‘আমি তোমাকে ওর (প্রাক্তন) থেকে বেশি ভালবাসি''
হয়তো সত্যিই আপনি মনের কথা বলছেন। এবং কাউকে আঘাত করতেও বলছেন না। কিন্তু তবুও বলবেন নায় একেবারেই না। খামোখা প্রাক্তন প্রেমিক/প্রেমিকার কথা তুলে সঙ্গীর মন খারাপ করবেন না।
৫. ‘‘আমার মনে হয় আমাদের অন্য কাউকে বেছে নেওয়া উচিত''
সম্পর্ক শেষ করছেন, তাও এই দিনে! এর চেয়ে খারাপ কিছু হতে পারে না। খবরদার, এমন কোনও পরিকল্পনা করতে যাবেন না।
৬. ‘‘তুমি বুড়িয়ে গেলেও, স্থূল হলেও তোমাকেই ভালবাসব''
ভালবাসা সব সময়ই নিঃশর্ত। তার সঙ্গে শর্ত জুড়বেন না। এই ধরনের কথাবার্তা কখনও বলবেন না।
৭. ‘‘ভ্যালেন্টাইনস ডে নিয়ে কোনও মাথাব্যথা নেই''
অনেকেই এই দিনটা উদযাপন করেন না। কিন্তু তা বলে এমন কারও সামনে একথা বলবেন না, যিনি দিনটা সুন্দর করে কাটাতে চাইছেন।
আপনি কীভাবে কাটাবেন প্রেমের দিন? কমেন্টস সেকশনে জানান আমাদের।
Click for more
trending news