ঠাকুরনগর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জনসভা করতে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগণার ঠাকুরনগরে। সেই জনসভাতেই প্রবল বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার ফলে কয়েকজন মহিলা সহ আহত হলেন বহু মানুষ। সে মাঠে জনসভাটি হচ্ছিল, সেখানকার বাঁশের ভাড়ায় পুরুষ, মহিলা, শিশু সহ অনেকেই চেপে বসেন। দাঁড়িয়ে যান। নিরাপত্তারক্ষীদের প্রায় কিছুই করার ছিল না।
তবু, তাঁরা ক্রমাগত চেষ্টা চালিয়ে যেতে থাকেন ভিড়কে নিয়ন্ত্রণে আনার। প্রথমে এত ভিড় দেখে মোদী ভিড়ের দিকে ইঙ্গিত করে বলেন, আমি এত মানুষ দেখে বুঝতে পারছি কেন দিদি হিংসার কতা বলে আমাদের রুখে দেওয়ার চেষ্টা করেন! এটা আপনাদের ভালোবাসা। যা দেখে ওরা বিব্রত, চিন্তিত এবং ভীত। গণতন্ত্রের নামে সেটাকেই খণ্ডন করতে চায় ওরা।
যদিও, ভিড় ক্রমশ নাগালের বাইরে চলে যেতে থাকায় মাত্র ১৫ মিনিটের মধ্যে বক্তৃতা শেষ করেই তিনি মঞ্চ ছেড়ে চলে যান।
তাঁর মঞ্চ ছেড়ে চলে যাওয়ার পর উন্মত্ত জনতার পায়ের চাপে পদপিষ্ট হওয়ার উপক্রম হয় বহু মানুষের।