தமிழில் படிக்க
This Article is From Sep 27, 2018

পরকীয়া অপরাধ নয়, রায় দিয়ে কী মন্তব্য করলেন বিচারপতিরা?

এখন থেকে পরকীয়া অপরাধ নয়। কিন্তু পরকীয়ার কারণে বিবাহ বিচ্ছেদ হতে পারে

Advertisement
অল ইন্ডিয়া

 স্ত্রী  স্বামীর সম্পত্তি নয়। পুরুষের হাতে মহিলা নির্যাতিত হবেন এমনটাও এখন আর  হয় না।

Highlights

  • এই আইন থাকা উচিত কিনা তা নিয়ে শুনানি হয় বেশ কিছু দিন ধরে
  • কেন্দ্র বলেছিল বিয়ের মর্যাদা বহাল রাখতে এই আইন থাকা দরকার
  • আর তার জন্য আদালতের প্রশ্নের মুখেও পড়তে হয়েছে সরকারকে
এখন থেকে পরকীয়া অপরাধ নয়। কিন্তু পরকীয়ার কারণে বিবাহ বিচ্ছেদ হতে পারে। 158 বছরের এই আইন থাকা উচিত কিনা তা নিয়ে শুনানি হয় বেশ কিছু দিন ধরে। সে সময় কেন্দ্র বলেছিল বিয়ের মর্যাদা বহাল রাখতে এই আইন থাকা দরকার। আর তার জন্য আদালতের প্রশ্নের মুখেও পড়তে হয়েছে সরকারকে।

Here's are the top quotes from today's verdict on adultery:

  1. এ সংক্রান্ত আইন সম্পর্কের প্রতি আনুগত্য আশা করে। কিন্তু এটা ব্যক্তিগত অধিকারের পরিপন্থী।

  2. বিবাহিত মহিলার সঙ্গে যৌন সম্পর্ক রাখা অন্যায় নয়।

  3.  স্ত্রী  স্বামীর সম্পত্তি নয়। পুরুষের হাতে মহিলা নির্যাতিত হবেন এমনটাও এখন আর  হয় না। নারী পুরুষ সকলেরই সমাণ অধিকার আছে।   

  4. বাড়ির চার দেওয়ালের মধ্যে কী হচ্ছে তার সঙ্গে অপরাধকে যুক্ত করা যায় না। নারী এবং পুরুষ এক। তাই আইন  কোনও বিভেদ  করতে পারে না। 

  5. যে সমস্ত আইন নারীকে সমানাধিকার দেয় না, সাম্য প্রতিষ্ঠা  করে না  সেগুলি  সংবিধানের মূল ধারার প্রতিবন্ধী।      

  6. Advertisement
  7. যৌন জীবন সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়ার স্বাধিকার একজন মহিলার আছে। আর এর উপর  কোনও শর্ত আরোপ করা যায় না। 

  8.  স্বামীর সম্মতিতে অন্য কোনও পুরুষের সঙ্গে  যৌন সম্পর্ক রাখা অপরাধ নয়- এই ধারনার নেপ্তহ্যে কোনও যুক্তি নেই।  

  9. পরকীয়া অসুখি বিয়ের কারণ নয়, বরং এর মাধ্যমে কোনও একটি পরিণতি বেরিয়ে আসতে পারে।              

Advertisement