This Article is From Jul 13, 2018

মধুচক্র থেকে উদ্ধার পাঁচ নাবালিকা, গ্রেফতার ছয়

মধুচক্র থেকে পাঁচ  নাবালিকাকে উদ্ধার করল সিআইডি।  হুগলির কোন্ননগরের একটি গেস্টহাউসে  মধুচক্র চলছিল খবর পেয়ে তল্লাশি চালায় রাজ্য গোয়েন্দা সংস্থা।  

মধুচক্র থেকে  উদ্ধার  পাঁচ  নাবালিকা, গ্রেফতার ছয়

প্রতীকী ছবি।

কলকাতা:

মধুচক্র থেকে পাঁচ  নাবালিকাকে উদ্ধার করল সিআইডি।  হুগলির কোন্ননগরের একটি গেস্টহাউসে  মধুচক্র চলছিল খবর পেয়ে তল্লাশি চালায় রাজ্য গোয়েন্দা সংস্থা।  আর তখনই  এই নাবালিকাদের উদ্ধার  করা হয়। 

মধুচক্র চালানোর অভিযোগে গ্রেফতার  হয়েছে ওই  গেস্টহাউসের দুই ম্যানেজার।  তাছাড়া মহিলা সহ আরও  দুজনকে ধরেছে সিআইডি।  একই সঙ্গে  ধরা পড়েছে দুই  দালালও।   তদন্ত সংস্থার এক কর্তা জানিয়েছেন নাবালিকাদের দিয়ে মধুচক্র চালানো হচ্ছিল খবর পেয়েই তল্লাশি চালানো হয়েছিল। 
 গত কয়েক বছর এরকম একাধিক চক্রের খোঁজ পাওয়া গিয়েছে।  কলকাতা ও তার আশপাশের এলাকাতেও বার বার ধরা পড়েছে মধুচক্র।  এসব রুখতে তৎপর হয়েছে প্রশাসন। চলছে তল্লাশি আর তাতে সাফল্যও আসছে।  

জানা গিযেছে ধৃতদের জেরা শুরু করেছে সিআইডি।  এই চক্রের সঙ্গে  আর করা জড়িয়ে আছে সেটাও খতিয়ে দেখা হচ্ছে।                             



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)

.