This Article is From Feb 04, 2020

শাহিনবাগ ও জামিয়াতে গুলি চালনার ঘটনায় দায়ী বিজেপির "উস্কানি": Mamata Banerjee

West Bengal: বছরভর মানুষের পাশে তিনি থাকেন বলেই দাবি মুখ্যমন্ত্রীর, মোদি শুধু "নির্বাচনের সময়" নিজেকে মানুষের "চৌকিদার" বলে দাবি করেন, কটাক্ষ তাঁর

শাহিনবাগ ও জামিয়াতে গুলি চালনার ঘটনায় দায়ী বিজেপির

Mamata Banerjee বলেন তিনি মানুষের মধ্যে বিদ্বেষ ছড়ানোয় বিশ্বাসী নন

হাইলাইটস

  • বনগাঁর সভা থেকে ফের একবার সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সরব হলেন মমতা
  • সিএএ নাগরিকত্ব কেড়ে নেবে বলে অভিযোগ করলেন তিনি
  • শাহিনবাগ ও জামিয়ায় গুলিকাণ্ডে বিজেপির উস্কানি রয়েছে, বলেন তৃণমূল নেত্রী
বনগাঁ:

দিল্লির শাহিনবাগের (Shaheen Bagh) অবস্থান বিক্ষোভে গুলি বা জামিয়া বিশ্ববিদ্যালয় চত্বরে বন্দুকবাজের হামলা, এই সব ঘটনার নেপথ্যেই আসলে কাজ করছে বিজেপির "উস্কানি", এমনটাই বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় এবং শাহিনবাগের বাইরে সাম্প্রতিক গুলিচালনার ঘটনা ঘটিয়ে আসলে দেশের শান্তিপ্রিয়া মানুষজনকে আতঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে, এমনটাও অভিযোগ তাঁর। পাশাপাশি যেভাবে সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ-র (CAA) বিরোধিতায় কথা বললে বা বিক্ষোভ দেখালেই তাঁদের "দেশদ্রোহী' আখ্যা দেওয়ার চেষ্টা চলছে বিজেপি নেতাদের পক্ষ থেকে তা নিয়েও তীব্র সমালোচনায় মুখ খুলতে দেখা গেল বাংলার (West Bengal) মুখ্যমন্ত্রীকে।

শুধু বিজেপিকে আক্রমণ করেই থেমে থাকেননি তৃণমূল সুপ্রিমো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও বাক্যবাণে বেঁধেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুধু "নির্বাচনের সময়" নিজেকে মানুষের "চৌকিদার" বলে দাবি করেন। এ বিষয়ে নিজেকে নরেন্দ্র মোদির সঙ্গে তুলনা করে মমতা দাবি করেন তিনি বছরভর মানুষের সঙ্গে যোগাযোগ রেখে চলেন, তাঁদের সমস্যার কথা শোনেন এবং তা সমাধানের বিষয়েও যথাসাধ্য চেষ্টা করেন।

যোগী আদিত্যনাথের "গুলি" মন্তব্য প্রসঙ্গে কী বললেন Mamata Banerjee?

"আমি এমন কোনও দলের সদস্য নই যে দল জনসাধারণের মধ্যে বিদ্বেষ ছড়ায়। আমি মনে করি, বিজেপি নেতাদের উস্কানির কারণেই, শাহিনবাগ ও জামিয়া মিলিয়ার বাইরে গুলি চালানোর মতো ঘটনা ঘটেছে। আসলে এই ধরণের ঘটনা ঘটিয়ে দেশের সাধারণ মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করছে বিজেপি", উত্তর চব্বিশ পরগনার বনগাঁয় আয়োজিত একটি সভা থেকে এমনই মন্তব্য করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

পাশাপাশি ওই সভামঞ্চ থেকে শাহিনবাগের বিক্ষোভকারীদের নৈতিক সমর্থন দেওয়ারও ঘোষণা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কিছু দল সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে মানুষের মধ্যে "ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার" চেষ্টা করছে।

"জাতীয় পর্যায়ে NRC প্রয়োগের কথা ভাবা হচ্ছে না": সংসদে জানাল সরকার

বনগাঁর সভামঞ্চ থেকে আরও একবার সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "সিএএ আপনাকে নাগরিকত্ব তো দেবেই না, বরং এই আইনটি আপনাকে নিজের দেশেই বিদেশি করে তুলবে" । 

.