Read in English
This Article is From Jan 29, 2020

কলকাতার 'Shaheen Bagh' পার্ক সার্কাস ময়দানের আন্দোলন গড়াল ২৩ দিনে

কলকাতার 'শাহিনবাগ' পার্ক সার্কাস ময়দানে (Park Circus) ধর্না দিচ্ছেন প্রায় ৬০ জন মুসলিম মহিলা। সিএএ'র প্রতিবাদে (Anti-CAA) চলা এই (Kolkata's Shaheenbag) আন্দোলন বুধবার ২৩ দিনে পড়ল।

Advertisement
অল ইন্ডিয়া Edited by

বুধবার পার্ক সার্কাস ময়দানের আন্দোলন গড়াল ২৩ দিনে।

Highlights

  • কলকাতার 'শাহিনবাগ' পার্ক সার্কাস ময়দানের আন্দোলন পড়ল ২৩ দিনে
  • সমাজের বিশিষ্ট নাগরিকরা সমর্থন জানিয়েছেন এই আন্দোলনকে
  • কোনওরকম রাজনৈতিক রং ছাড়াই পার্ক সার্কাস ময়দানে চলছে অবস্থান বিক্ষোভ
কলকাতা :

কলকাতার 'শাহিনবাগ' পার্ক সার্কাস ময়দানে (Park Circus) ধর্না দিচ্ছেন প্রায় ৬০ জন মুসলিম মহিলা। সিএএ'র প্রতিবাদে (Anti-CAA) চলা এই (Kolkata's Shaheenbag) আন্দোলন বুধবার ২৩ দিনে পড়ল। কোনও রকম রাজনৈতিক রং ছাড়াই গৃহবধূ থেকে চাকুরীজীবি তরুণী, টানা তিন সপ্তাহ ধরে এই আন্দোলনে সামিল হয়েছেন। গৃহবধূ পরবিন নাজির বলেছেন, এই আন্দোলনের সবচেয়ে বড় শক্তি এতে কোনও রাজনৈতিক রং নেই। তিনি বলেন, "আমাদের একটাই পরিচয় আমরা ভারতীয়, আমরা মহিলা। কোনও শক্তির হুমকির কাছে আমরা মাথা নোয়াব না।" বিজেপি ইতিমধ্যে এই ধরণের আন্দোলনকে "অনুপ্রবেশকারী"দের আন্দোলন বলে চিহ্নিত করেছে। সে ব্যাপারে ওই গৃহবধূকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমরা কয়েক প্রজন্ম ধরে এখানে বাস করছি। হিন্দুদের সঙ্গে দুর্গাপুজো উৎসব ভাগ করে নিচ্ছি। তাই হঠাৎ করে আমাদের ভারতীয় নাগরিকত্ব কেন প্রমাণ করতে হবে?" প্রশ্ন তাঁর। 

মুসলিমরা ভারত দখল করবে, এমন ভয় ভিত্তিহীন: অভিজিৎ বন্দ্যোপাধ্যায় 

ওই মহিলার শ্বশুরবাড়ি বেনিয়াপুকুরে। কয়েক প্রজন্ম ধরে তাঁদের ওই এলাকায় বাস, এদিন জানিয়েছেন তিনি। পিএইচডি স্কলার নৌসিন খান বলেন, "যতক্ষণ না পর্যন্ত সিএএ বিলোপের কোনও সুরাহা সরকার দিচ্ছে, আমরা এখান থেকে নড়ব না।" 

Advertisement

European Union: সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে আজ বিতর্ক, বৃহস্পতিবার ভোটের সম্ভাবনা

ওই জমায়েতের নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশকর্মী বলেছেন, সন্ধ্যা হলে জমায়েত বাড়ছে। গানে-স্লোগানে জমায়েত জমজমাট হয়ে ওঠে।ইতিমধ্যে কংগ্রেস সংসদীয় দলের নেতা অধীর চৌধুরী, প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম এবং সিপিআইএম নেতা মহম্মদ সেলিম ওই জমায়েত ঘুরে গিয়েছেন। সমাজের বিশিষ্টজন, গায়ক, নাট্যকর্মী, সামাজিক কর্মীরা প্রতিবাদীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

Advertisement

সিএএ, এই প্রথম দেশে নাগরিকত্বের প্রমাণ নেবে। সরকার বলেছে, মুসলিম অধ্যুষিত তিন পড়শি দেশের সংখ্যালঘুরা এই আইনে নাগরিকত্ব পাবেন। বিরোধীরা বলছেন, এই আইন মুলসিমদের প্রতি বিদ্বেষমূলক আর সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী। ১১ ডিসেম্বর সিএ বিলে সই করেন রাষ্ট্রপতি। সেদিন আইনে রূপান্তরিত হয় এই বিল। ইতিমধ্যে গ্যাজেট বিজ্ঞপ্তি জারি করে গোটা দেশে লাগু করা হয়েছে এই আইন। 

Advertisement