Shaheen Bagh: শাহিনবাগের বন্দুকবাজ আসলে প্রধানমন্ত্রী মোদির ভক্ত, এমনটাই দাবি তাঁর বাবার
হাইলাইটস
- শাহিনবাগের বন্দুকবাজ নাকি নরেন্দ্র মোদি ও অমিত শাহের সমর্থক
- এমন চাঞ্চল্যকর বয়ান দিলেন অভিযুক্ত যুবকের বাবা
- আপের সঙ্গে তাঁর ছেলের যোগসূত্রের কথা উড়িয়ে দিলেন তিনি
নয়া দিল্লি: কথায় কথায় যেন পাল্টি খাচ্ছে শাহিনবাগ গুলিকাণ্ডে (Shaheen Bagh Shooting) অভিযুক্ত কপিল গুজ্জরের পরিবার। বুধবারই অভিযুক্তের বাবা জোর গলায় ঘোষণা করেন যে তাঁর ছেলের সঙ্গে রাজনীতির জগতের কোনও যোগাযোগ নেই। এমনকি তিনি ও তাঁর ছেলে (Shaheen Bagh shooter) আম আদমি পার্টির সঙ্গে যুক্ত, দিল্লি পুলিশের করা এই অভিযোগকেও নস্যাৎ করে দেন শাহিনবাগের বন্দুকবাজের (Kapil Gujjar) বাবা। সেই বিবৃতির পর কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই এখন আবার পুরো উল্টো সুর শোনা গেল তাঁর গলায়। ছেলে কপিল গুজ্জর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের "সেবক" বা সমর্থক, এমন দাবিই করলেন ওই ব্যক্তি।
শাহিনবাগে গত সপ্তাহে প্রকাশ্যে গুলি চালানোয় অভিযুক্ত ব্যক্তি দিল্লির শাসক দল আম আদমি পার্টির সদস্য, মঙ্গলবার এমনটাই জানায় দিল্লি পুলিশ। অপরাধ দমন শাখার আধিকারিকরা জানিয়েছেন, “জয় শ্রীরাম” স্লোগান দিয়ে পুলিশ ব্যারিকেডের সংলগ্ন জায়গা থেকে গুলি চালানোয় অভিযুক্ত কপিল গুজ্জর স্বীকার করেছে সে আপের সদস্য। দিল্লি পুলিশের অপরাধ দমন শাখার পদস্থ কর্তা রাজেশ দেও সাংবাদিকদের বলেন, “আমাদের প্রাথমিক তদন্তে, আমরা কপিলের ফোনে পাওয়া ছবির মাধ্যমে জানতে পেরেছি এক বছর আগে আপে যোগ দিয়েছিলেন কপিল ও তাঁর বাবা”।
Shaheen Bagh Firing: "আপের সঙ্গে কোনও যোগ নেই", শাহিনবাগের বন্দুকবাজের পরিবারের বয়ানে নয়া মোড়
দিল্লি পুলিশের প্রকাশ্যে আনা একটি ছবিতে দেখা যায়, অভিযুক্ত যুবক ও তাঁর বাবা আপ নেতা সঞ্জয় সিং এবং আতিশীর সঙ্গে একই মঞ্চে রয়েছেন। ওই ছবিতে শাহিনবাগ গুলিকাণ্ডে অভিযুক্ত যুবককে আপের দলীয় টুপি পরে থাকতেও দেখা যায়। এরপরেই ওই ছবি নিয়ে তোলপাড় হয় রাজধানী দিল্লির রাজনীতিতে। যদিও কপিল গুজ্জরের বাবা ও ভাই সাফ জানান যে তাঁদের সঙ্গে আম আদমি পার্টির কোনও যোগ নেই।
বুধবার কপিলের বাবা গাজে সিং বলেন, "আপের সঙ্গে আমার বা আমার পরিবারের কোনও সম্পর্ক নেই। লোকসভা নির্বাচনের সময় (গত বছর) ওঁরা প্রচারে এসেছিলেন এবংসেই সময়েই ওঁরা আমাদের সবাইকে আপের টুপি পরিয়ে দেন এবং এই ছবিটা সেই সময়েরই ছবি"।
কিন্তু তার কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টি খেয়ে পুরো উল্টো সুর গাইতে শুরু করেন শাহিনবাগের অভিযুক্ত যুবকের বাবা। তিনি সংবাদ সংস্থা এএনআইকে বলেন, "আমার ছেলে মোদির সমর্থক ... ও মোদি এবং অমিত শাহের অনুগামী ছিল।" রাজনীতির সঙ্গে তাঁর ছেলের ওই ঘটনার কোনও সম্পর্ক নেই বলে দাবি করে তিনি বলেন, আসলে কপিল গুজ্জর "শাহিনবাগের কারণে রাস্তা আটকে থাকায় রোজই সমস্যায় পড়ছিল ... কারণ এর ফলে তাঁর কর্মস্থলে যাওয়ার সময় এক ঘণ্টার পরিবর্তে বেড়ে দাঁড়িয়েছিল চার ঘণ্টা"।
তাঁর ছেলে বরাবরই ডানপন্থী, জাতীয়তাবাদী মনোভাবাপন্ন, এমনটাই ইঙ্গিত দিয়ে কপিল গুজ্জরের বাবা বলেন, "আমার ছেলে সবসময়ই হিন্দুস্তান এবং হিন্দুত্ববাদের কথা বলে"।
"শাহিনবাগ অভিযুক্তের আপ যোগসূত্র অমিত শাহেরই ষড়যন্ত্র", বললেন Arvind Kejriwal
এর আগে দেখা যায় শাহিনবাগের অভিযুক্ত যুবককে নিয়ে তীব্র বাগযুদ্ধে জড়িয়ে পড়ে দিল্লিতে ক্ষমতাসীন আপ এবং বিজেপি। স্বরাষ্ট্রমন্ত্রীর ইঙ্গিতেই কাজ করছে দিল্লি পুলিশ, এমনটাই অভিযোগ করে আপ।
ওই যুবকের সঙ্গে আম আদমি পার্টির যোগসূত্র আছে, দিল্লি পুলিশের এমন অভিযোগ নস্যাৎ করে দিয়ে আপ নেতা সঞ্জয় সিং বলেন: “অমিত শাহ সব ধরণের কৌশল ও ষড়যন্ত্রকে কাজে লাগাচ্ছেন... আপনি (পুলিশ) নির্বাচনের বিষয়েও হস্তক্ষেপ করছেন। সেক্ষেত্রে ডিসিপি-র ভবিষ্যতে পদ্ম পাওয়া উচিত"। ওই আপ নেতা আরও বলেন যে, পুলিশ আসলে “বিজেপির পুতুল” হিসাবে কাজ করছে। "আসলে বিজেপি মুখপাত্র হিসাবে কাজ করছেন রাজেশ দেও, তিনিই ভুল করে ক্রাইম ব্রাঞ্চের ডিসিপি হয়ে গেছেন যিনি এই ধরণের বিবৃতি দিচ্ছেন"।