This Article is From Jul 28, 2018

শপিং মলের অ্যাকোয়ারিয়ামে হাঙরের কামড়ে জখম শিশু

ডান হাত বিভিন্ন স্থানে হাড় ভেঙেছে শিশুটির। 5 সেমি (2 ইঞ্চি) দীর্ঘ একটি ক্ষতও তৈরি হয়েছে শিশুটির হাতে

শপিং মলের অ্যাকোয়ারিয়ামে হাঙরের কামড়ে জখম শিশু

এই ভয়ঙ্কর ঘটনার ভিডিও ধরা পড়েছে সিসিটিভিতে।

চিন:

বাড়ির সাথে ছুটি কাটাতে গিয়ে এমন ভয়ানক অভিজ্ঞতা হতে পারে ভাবেইনি বছর ছয়েকের ছোট্ট মেয়েটি। চিনের একটি শপিং মলে বাবা, মা, ঠাকুমা’র সাথে ঘুরতে গিয়ে অ্যকোরিয়ামের হাঙরের কামড়ে মারাত্মক জখম হয়েছে ওই শিশুটি।

সাংহাইস্টের খবর অনুযায়ী, গত 24 জুলাই চিনের গুইয়াং-এর একটি মলে এই ঘটনাটি ঘটেছে।

একটি সিসিটিভি ক্যামেরায় ভয়ানক এই ঘটনার ভিডিও ধরা পড়ে। এবং খুব তাড়াতাড়িই তা ইন্টারনেটেও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওয় দেখা যাচ্ছে জিয়াও লি নামের ওই ছ’ বছরের শিশুটি শপিং মলে রাখা খোলা ওই অ্যাকোরিয়ামের খুব কাছেই দাঁড়িয়ে বিভিন্ন মাছ দেখছিল। সেই সময়েই একটি হাঙর আক্রমণ করে তাঁকে।

ভিডিওটি দেখুন (সতর্কীকরণ: ভিডিওটি ভয়ানক। অতিসংবেদনশীল দর্শকদের পক্ষে এড়িয়ে যাওয়াই ভালো)

ঘটনার সঙ্গে সঙ্গেই বাচ্চা মেয়েটিকে হাঙরের মুখ থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ডান হাত বিভিন্ন স্থানে হাড় ভেঙেছে শিশুটির। 5 সেমি (2 ইঞ্চি) দীর্ঘ একটি ক্ষতও তৈরি হয়েছে শিশুটির হাতে।

মেয়েটির ঠাকুমা, যিনি ঘটনার সময় শিশুটির পাশেই ছিলেন, তাঁর দাবি,হাঙরটি অ্যাকোরিয়ামের মধ্য থেকে বেরিয়ে এসে বাচ্চাটিকে কামড়ে ধরে। অন্যদিকে মল কর্তৃপক্ষের দাবি, শিশুটিই হাত দিয়েছিল ওই অ্যাকোয়ারিয়ামের মধ্যে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে অ্যাকোয়ারিয়ামের চারপাশে বিভিন্ন সতর্কবার্তা লেখা আছে। যেমন, “জলে হাত দেবেন না”, “জলে হাঙর, সামুদ্রিক কচ্ছপ ছাড়াও আরও হিংস্র মাছ রয়েছে”, “অভিভাবকদের অনুরোধ নিজের সন্তানকে নজরে রাখুন।“ অ্যাকোয়ারিয়ামের কর্মচারীরাও বারেবারেই সাধারণ মানুষদের সাবধান করে দেন।

তবে, মল কর্তৃপক্ষ এও জানিয়েছে, শিশুটির চিকিৎসার সমস্ত খরচবহন করবেন তারাই।

Click for more trending news


.