মুম্বাইতে নবরাত্রীর অনুষ্ঠানে তনুশ্রী দত্ত।
হাইলাইটস
- নবরাত্রীর অনুষ্ঠানে তাঁর আসা নিয়ে ট্রোলের মুখে পড়েন তনুশ্রী
- এই মুহূর্তে নানা পাটেকরের সঙ্গে আইনি লড়াই চলছে তাঁর
- "আপনারা কেন মনে করেন যে আমি ঘরে বসে থাকব" প্রশ্ন করেন তিনি
নিউ দিল্লি: উৎসবের মরশুম। নবরাত্রী নিয়ে দেশের বহু অংশে উন্মাদনা তুঙ্গে। সেই নবরাত্রী উপলক্ষেই ডান্ডিয়ার এক অনুষ্ঠানে তাঁর উপস্থিতি নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠে গেছে। যাঁকে নিয়ে উঠেছে, সেই তনুশ্রী দত্ত অবশ্য ব্যাপারটিকে তেমন পাত্তা দিচ্ছেন না। উল্টে তাঁর প্রশ্ন ‘আপনারা কি মনে করেন আমি সারাক্ষণ ঘরের মধ্যে থাকব’? একটি বিবৃতিও প্রকাশ করেন তিনি আজ। প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগে #মিটু বিতর্ক ফের নতুন করে উসকে দেন তিনি। অভিযোগ করেন, দশ বছর আগে একটি ছবির সেটে বলিউড অভিনেতা নানা পাটেকর তাঁকে যৌন হেনস্থা করেছিলেন। তাঁর ওই অভিযোগের পর বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত বিখ্যাত ও অখ্যাত মানুষ নিজেদের পেশায় যৌন হেনস্থা নিয়ে সরব হন।
উঠে আসে এম জে আকবর, সুভাষ ঘাই, বিকাশ বহেল, বরুণ গ্রোভার, সাজিদ খান, অলোকনাথ সহ অনেকের নাম।
নবরাত্রীর অনুষ্ঠানে যোগদান করতে আসেন তনুশ্রী দত্ত তাঁর বোন অভিনেত্রী ঈশিতা দত্ত এবং বোনের স্বামী অভিনেতা বৎসল শেঠের সঙ্গে। ক্যামেরার সামনে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দেন তিনজন। জবাব দেন মিডিয়ার প্রশ্নেরও।