This Article is From Feb 06, 2020

‘‘শ্বাসরোধী কপট’’: প্রধানমন্ত্রীকে বিঁধলেন শশী থারুর

কংগ্রেস সাংসদ শশী থারুর (Shashi Tharoor) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) অভিযুক্ত করে জানান, প্রধানমন্ত্রী ইতিহাসকে বিকৃত করছেন। এক সাংবিধানিক উপলক্ষ্যে রাজনৈতিক বক্তৃতা দিচ্ছেন তিনি। 

‘‘শ্বাসরোধী কপট’’: প্রধানমন্ত্রীকে বিঁধলেন শশী থারুর

সংসদে প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন শশী থারুর।

নয়াদিল্লি:

বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীর (J&K) নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য পেশের পরে তাঁকে আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ শশী থারুর (Shashi Tharoor)। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) অভিযুক্ত করে জানান, প্রধানমন্ত্রী ইতিহাসকে বিকৃত করছেন। এক সাংবিধানিক উপলক্ষ্যে রাজনৈতিক বক্তৃতা দিচ্ছেন তিনি। এদিন প্রধানমন্ত্রী জম্মু ও কাশ্মীরের ‘স্পেশাল স্ট্যাটাস' তুলে নেওয়া নিয়ে বিরোধীদের সমালোচনার উত্তরে প্রধানমন্ত্রী শশী থারুরকে কটাক্ষ করেন। তিনি বলেন, ‘‘শশী থারুরজি, আপনি জম্মু ও কাশ্মীরের জামাই। আপনার উদ্বেগ প্রদর্শন করা উচিত।''

প্রধানমন্ত্রীর কটাক্ষের উত্তরে টুইটারে শশী থারুর লেখেন, ‘‘বুঝতে পারছি না আমার নাম প্রধানমন্ত্রীর মধুর ভাষণে চারবার শুনে আনন্দিত হব নাকি সম্মানিত বোধ করব। কিন্তু আমি আনন্দিত নই কারণ উনি ক্রমাগত ইতিহাসের চাকা ঘুরিয়ে সংসদের গুরুগম্ভীর উপলক্ষকে রাজনৈতিক বক্তৃতার মঞ্চ বানিয়ে তুলেছেন।'''

বৃহস্পতিবার তাঁর ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জম্মু ও কাশ্মীরের প্রসঙ্গ তোলার পাশাপাশি সিএএ-র প্রতিবাদ নিয়েও কথা বলেন।

মেহবুবা মুফতি, ওর আবদুল্লা সহ কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীদের আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, জম্মু ও কাশ্মীরের পরিচয় সমাধিস্থ হয়েছিল ১৯৯০ সালের ১৯ জানুয়ারি।

তিনি বলেন, ‘‘কাশ্মীরকে কারা কেবল জমি দখলের জন্য ধরে রেখেছিল? কারা কাশ্মীরের পরিচয়ের সঙ্গে কেবল বোমা আর বন্দুক জুড়ে দিয়েছিল? কেউ কি জানুয়ারির সেই অন্ধকার রাত্রিকে ভুলতে পারবে? বাস্তবে কাশ্মীরিদের পরিচয়ের সঙ্গে সম্প্রীতির নিবিড় যোগ রয়েছে।''

এদিন কংগ্রেসকে আক্রমণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, যদি তাঁর সরকার গত ৭০ বছরের পথকে অনুসরণ করেই চলত, তাহলে ৩৭০ ধারার বিলুপ্তি কিংবা তিন তালাকের মতো পদক্ষেপ করা সম্ভব হত না। পাশাপাশি অযোধ্যার সমস্যা আজও অসমাপ্তই থেকে যেত।

শশী থারুর অভিযোগ করে জানিয়েছেন, সরকার মহাত্মা গান্ধিকে আংশিক উদ্ধৃত করে বিতর্কিত সিএএ-র সপক্ষে যুক্তি সাজাতে চাইছে।

.