চলতি বছরের জুন মাস পর্যন্ত বিহারীবাবুর ভিআইপি ট্রিটমেন্টের মেয়াদ বাড়ান হয়েছিল
পটনা: পটনা বিমানবন্দরে আর ভিআইপি ট্রিটমেন্ট পাবেন না বিজেপি নেতা শত্রুঘ্ন সিনহা।একজন সিনিয়র অফিসার একথা জানিয়েছেন।বিমাবন্দরে আগের মতো আর সিকিউরিটি চেকিং বা অন্যান্য ভিআইপি পরিষেবা পাবেন না এই বিজেপি নেতা। এমনই জানিয়েছেন, বিহারের পটনার জয়প্রকাশ নারায়ণ বিমানবন্দরের ডিরেক্টর রাজেন্দ্র সিং লাহোরিয়া।
জেটলির রাফাল- চ্যালেঞ্জ, স্পিকার সময় দিলেই আলোচনা হতে পারে, জানাল কংগ্রেস
ভিআইপি ট্রিটমেন্ট পাওয়ায় এর আগে বিমানবন্দরের টারম্যাক পর্যন্ত নিজের গাড়ি নিয়ে যেতে পারতেন এই অভিনেতা রাজনীতিক। এছাড়া সিকিউরিটি চেকিংবা অন্যান্য ক্ষেত্রে ভিআইপি ট্রিটমেন্ট পেতেন তিনি।
"চলতি বছরের জুন মাস পর্যন্ত বিহারীবাবুর ভিআইপি ট্রিটমেন্টের মেয়াদ বাড়ান হয়। তবে তারপর তা বাড়ানোর জন্য নতুন কোনও নির্দেশিকা আসেনি", জানিয়েছেন বিমানবন্দরের ডিরেক্টর রাজেন্দ্র সিং লাহোরিয়া।