This Article is From Aug 27, 2019

‘তেরা জাদু চল গয়া’, মোদির প্রশংসায় শত্রুঘ্ন সিনহা

ফ্রান্সে G7 সম্মেলনে ট্রাম্প মোদির সম্পর্কের রসায়ণের প্রশংসায় কংগ্রেস নেতা শত্রুঘ্ন সিনহা।

‘তেরা জাদু চল গয়া’, মোদির প্রশংসায় শত্রুঘ্ন সিনহা

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেছেন কংগ্রেস নেতা শত্রুঘ্ন সিনহা

নয়াদিল্লি:

প্রধানমন্ত্রী মোদির (PM Nerendra Modi) প্রশংসায় পঞ্চমুখ কংগ্রেস নেতা শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। যা অস্বস্তি বাড়ালো হাত শিবিরের। এই প্রথম নয়। চলতি মাসে এই নিয়ে দ্বিতীয়বার পুরনো দলের প্রধান কাণ্ডরির সুখ্যাতি করলেন ‘বিহারীবাবু'। তাঁর এই প্রশংসার বহরে অবাক গেরুয়া দলের নেতারা। বিজেপিতে থাকতে তিনি এতবার প্রধানমন্ত্রীর প্রশংসা করেননি বলে জানাচ্ছেন সকলে। G-7 সম্মেলনে মোদি ও ট্রাম্পের সম্পর্কের রসায়ণ দেখে এদিন ট্যুইট করেন শত্রুঘ্ন সিনহা। নরেন্দ্র মোদির গুণ গেয়েছেন তিনি। লিখেছেন, ‘আমরা সকলেই নিঃশ্বাস ফেলে যখন অপেক্ষা করেছিলাম,  তখন ফ্রান্সে G-7 সম্মেলনের দ্বিপাক্ষিক বৈঠকে আপনি আলোচনাটি খুব ভালভাবে পরিচালনা করেছেন। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আপনার সম্পর্ক ও রসায়ণটি সবার কাছে খুব স্পষ্ট। " তারপরই ট্যুইটে কংগ্রেস নেতার সংযোজন, ‘আপনার মোহময় আকর্ষণ ও কূটনীতির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জাদু দু'দেশের সম্পর্ককে আরও জোরদার করার ক্ষেত্রে আশ্চর্যজনকভাবে কাজ করেছে।' এরপরই নিজস্ব ঢঙে তিনি লেখেন, ‘তেরা জাদু চল গয়া!' Long Live #TrumpModi লং লাইভ#

এর আগে স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর দীর্ঘ ভাষণের স্তুতি শোনা গিয়েছিল মোদি বিরোধী শত্রুঘ্ন সিনহার গলায়। তিনি বলেছিলেন, ‘এই ভাষণ ছিল সাহসী, গবেষণালব্ধ ও ভাবনা উদ্দীপক।' প্রধানমন্ত্রীর কথায় ওই দিন দেশের মূল সমস্যাগুলি ধরা দিয়েছে বলে মনে করেন এই কংগ্রেস নেতা।

 

gslm504g

G7 সম্মেলনে নরেন্দ্র মোদি-ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হয়

পটনা সাহিব লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ শত্রুঘ্ন বছরের শুরুতে কংগ্রেসে যোগ দিয়েছেন। বরাবরই তিনি মোদি-বিরোধী। এর আগে তিনি বলেছিলেন বিজেপি 'টু ম্যান আর্মি,  ওয়ান ম্যান শো।'

চলতি বছর লোকসভা ভোটের আগে তীব্র বিজেপি বিরোধী হয়ে উঠেছিলেন শত্রুঘ্ন সিনহা। গেরুয়া শিবির ত্যাগ করে তিনি এপ্রিলে কংগ্রেসে যোগ দেন। ভোটে লড়াই করেন তাঁর পুরনো কেন্দ্র পটনা সাহিব থেকেই। তবে প্রবল গেরুয়া ঝড়ে একদা সতীর্থ বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদের কাছে পরাজিত হন। কিন্তু কংগ্রেস যখন মোদি সরকারের অর্থনীতি নিয়ে তীব্র সমালোচনা করছে, তখন দলের এই নেতার মুখে মোদির প্রশংসা বেশ বেমানানই।

 

.