This Article is From Jun 16, 2018

'অনিচ্ছাসত্ত্বেও' নীতি আয়োগ মিটিং-এ যাবেন বলে জানালেন মমতা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে এই মিটিং’টি প্রথমে হওয়ার কথা ছিল আজ শনিবার (16 জুন)।  

Advertisement
অল ইন্ডিয়া Translated By

রাজ্যের মানুষকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন মমতা।

কলকাতা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার জানালেন যে তিনি আগামী রোববার নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের মিটিং-এ যোগ দিতে দিল্লি যাবেন। যদিও, ইদ-উল-ফিতরের অনুষ্ঠানে থাকতে পারবেন না বলে তিনি যে নীতি আয়োগের মিটিং-এ’ও ‘অনিচ্ছাসত্ত্বেও’ যাচ্ছেন, সেটি পরিষ্কারভাবে জানিয়ে দেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে এই মিটিং’টি প্রথমে হওয়ার কথা ছিল আজ শনিবার (16 জুন)।  

মমতা এর আগেও ইদ-উল-ফিতরের সঙ্গে একই তারিখে নীতি আয়োগের মিটিং পড়ে যাওয়ার জন্য সেই মিটিং-এ উপস্থিত থাকা নিয়ে অনিচ্ছাপ্রকাশ করেছিলেন। তিনি অবশ্য এই কথাও বলেন যে বহু রাজ্যের মুখ্যমন্ত্রীরাই তাঁকে এই বৈঠকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন।

Advertisement
“প্রাথমিকভাবে নীতি আয়োগের মিটিং হওয়ার কথা ছিল আজ শনিবার, 16 জুন। কিন্তু, আমি তখনই বলেছিলাম, আমাদের মতো যাঁদের ইদের প্রার্থনায় উপস্থিত থাকতে হবে, তাঁরা ওই মিটিং-এ যোগ দিতে পারবেন না। সেই কারণেই মিটিং-এর তারিখ বদলে 17 জুন সকাল 9’টার সময় করা হয়”।

“যদিও তারপরেও আমি বলব যে শনিবার রাতের উৎসবের অনুষ্ঠানে উপস্থিত থাকার পরেই দিল্লি ছুটে যাওয়া আমাদের কাছে যথেষ্টই কঠিন একটি ব্যাপার”। নবান্নতে এই কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।  

Advertisement

(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
Advertisement