রাজ্যসভায় তাঁর বসার স্থান পরিবর্তন নিয়ে রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডুকে চিঠি লিখলেন সঞ্জয় রাউত।
নয়াদিল্লি: শিবসেনা (Shiv Sena) নেতা সঞ্জয় রাউত (Sanjay Raut) রাজ্যসভায় (Rajya Sabha) তাঁর বসার স্থান পরিবর্তন নিয়ে রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডুকে চিঠি লিখে জানালেন, তাঁকে অবমাননা করতেই এই পদক্ষেপ করা হয়েছে। তাঁর অভিযোগ, ‘‘ইচ্ছাকৃত ভাবে অনুভূতিতে আঘাত করতে ও আমাদের কণ্ঠস্বর রদ করতেই'' এমনটা করা হয়েছে। মহারাষ্ট্রে সরকার গড়া নিয়ে মতবিরোধ হওয়ার দীর্ঘদিনের জোট ভেঙে গিয়েছে বিজেপি ও শিবসেনার। এরপরই শিবসেনা সাংসদের বসার স্থান পরিবর্তন করা নিয়ে বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলছে শিবসেনা। তাঁর চিঠিতে সঞ্জয় রাউত জানান, তিনি রাজ্যসভার সদস্য রয়েছেন ২০০৪ সাল থেকে। তিনি অভিযোগ জানিয়ে বলেন, ‘‘আমি জেনে বিস্মিত হয়েছিলাম যে রাজ্যসভায় আমার বসার স্থান পরিবর্তন করে তৃতীয় সারি থেকে পঞ্চম সারিতে সরিয়ে দেওয়া হয়েছে। কেউ এই সিদ্ধান্ত নিয়েছে ইচ্ছাকৃত ভাবে শিবসেনার আবেগে আঘাত করতে ও আমাদের কণ্ঠস্বরকে রদ করতে চেয়ে।''
তিনি আরও লেখেন, ‘‘আমি এটাও বুঝতে পারছিলাম না কেন আসন বদলানোর এই পদক্ষেপ করা হল, যেখানে আমাদের এনডিএ-তে না থাকা সংক্রান্ত কোনও ঘোষণাই করা হয়নি।'' তিনি তাঁর চিঠিতে ক্ষোভ উগরে দিয়ে বলেন, ইচ্ছাকৃত ভাবেই এমনটা করা হয়েছে তাঁকে এবং তাঁর দলকে অবমাননা করতে।
সঞ্জয়ের দাবি, এই সিদ্ধান্তে এই কক্ষের সম্মানহানি হয়েছে। তিনি অনুরোধ করেন, তাঁর আসন প্রথম, দ্বিতীয় বা তৃতীয় সারিতে করার জন্য, যাতে সেখান থেকে তিমি মহারাষ্ট্রের গরিব মানুষদের জন্য দাবি জানাতে পারেন।
তিনি চিঠিতে আরও জানান, ‘‘আমি ক্ষুণ্ণ হয়েছি, কেননা আমি কঠোর ভাবে বিশ্বাস করি চেয়ারম্যান সমস্ত দল-মতের ঊর্ধ্বে। এবং তিনি দলীয় মনোভাবের বাইরে গিয়ে সিদ্ধান্ত নেন। এই বসার স্থান পরিবর্তনের মাধ্যমে বার্তা দেওয়া হল মহারাষ্ট্র সরকার গঠন নিয়ে দুই দলের মতবিরোধের সঙ্গে এই সিদ্ধান্তের সম্পর্ক রয়েছে।''
সম্প্রতি মহারাষ্ট্র বিধানসভায় সরকার গড়া নিয়ে মতানৈক্যের কারণে বিজেপি ও শিবসেনার সংঘাত এমন জায়গায় পৌঁছেছে যে প্রায় তিন দশকের জোট ভেঙে গিয়েছে। মেয়াদের অর্ধেক অর্ধেক সময় দুই দলের প্রতিনিধির মুখ্যমন্ত্রী থাকা নিয়েই এই মতানৈক্য। বিজেপি জানিয়েছে, তারা কখনই এমন শর্তে রাজি ছিল না, যেমনটা শিবসেনা সভাপতি উদ্ধব ঠাকরে দাবি করছেন।
রবিবার, সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগের দিন শিবসেনা জানতে পারে তাদের বসার স্থান পরিবর্তন করা হয়েছে। দলের মুখপত্র ‘সামনা'-তে দাবি করা হয়, এই পরিবর্তন শিবসেনাকে না জানিয়েই করা হয়েছে এবং এই পরিবর্তন শিষ্টাচারহীন।
প্রসঙ্গত, লোকসভায় ১৮ জন সাংসদ রয়েছে শিবসেনার। রাজ্যসভায় তাদের সদস্য সংখ্যা তিন।