মহারাষ্ট্রের নতুন সরকারের ‘‘মার্গদর্শক’’ বলে শরদ পাওয়ারকে অভিহিত করল শিবসেনা।
মুম্বই: শিবসেনা (Shiv Sena) সভাপতি উদ্ধব ঠাকরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন বৃহস্পতিবার সন্ধ্যাবেলায়। তার আগে শিবসেনা এনসিপি প্রধান শরদ পাওয়ারকে (Sharad Pawar) মহারাষ্ট্রের নতুন সরকারের ‘‘মার্গদর্শক'' বলে অভিহিত করল। হিন্দুত্বের আদর্শে বিশ্বাসী শিবসেনা এনসিপি ও কংগ্রেসের সঙ্গে মিলে গড়ে তুলেছে ‘মহা বিকাশ আঘাদি'। গত মাসের বিধানসভা নির্বাচনের পর বিজেপির সঙ্গে ক্ষমতা বণ্টন নিয়ে মতানৈক্য হয় শিবসেনার। এরপরই পরিস্থিতি বদলে যায়। জোট গড়ে কংগ্রেস, শিবসেনা ও এনসিপি। শিবসেনার মুখপত্র ‘সামনা'-র সম্পাদকীয়তে সরকার গঠনে শরদ পাওয়ারের প্রচেষ্টার প্রশংসা করা হয়েছে। শরদ পাওয়ার মঙ্গলবার অজিত পাওয়ারের সঙ্গে দেখা করে তাঁকে বিজেপিকে সমর্থন করার বিষয়টি পুনর্বিবেচনা করার কথা বলেন। এরপরই ভাইপো অজিত মত পরিবর্তন করেন।
‘সামনা'-তে লেখা হয়েছে, ‘‘শরদ পাওয়ারের মতো একজন শক্তিশালী ও অভিজ্ঞ ‘মার্গদর্শক' আমাদের সঙ্গে রয়েছেন। এই সরকার কারও সঙ্গে প্রতারণামূলক উদ্দেশ্যে কোনও আচরণ করবে না।''
ওই সম্পাদকীয়তে আরও বলা হয়, ‘‘রাজ্যে এই মুহূর্তে যে খুশির আবহ তাকে ১৯৪৭ সালের ১৫ আগস্টের পর দেশজুড়ে তৈরি হওয়া আবহের সঙ্গে তুলনা করা যায়।''
বিজেপির নাম না করেও বলা হয়েছে, শিবসেনা কেন্দ্রের তরফে আসা কোনও চাপের কাছেই মাথা নত করবে না।
সম্পাদকীয়তে এবিষয়ে লেখা হয়েছে, ‘‘যখন দেশজুড়ে প্রধান নেতারা দিল্লির শাসকদের কাছে মাথা নত করেছেন, তখন উদ্ধব ঠাকরে কোনও চাপের মুকেই মাথা নত করেননি। তিনি নিজের গর্বের সঙ্গে কোনও সমঝোতা করেননি এবং যারা মিথ্যা বলেছিল তাঁকে, তাঁদের সঙ্গে হাত মেলাতে রাজি হননি।''