শিবসেনা নেতা সঞ্জয় রাউতের কটাক্ষের শিকার সোনু সুদ।
মুম্বই: লকডাউনের (Amid Lockdwon) মধ্যে পথে নেমে প্রায় ২০ হাজার পরিযায়ী শ্রমিককে ঘরে ফেরান অভিনেতা সোনু সুদ (Sonu Sood)। তাঁর এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে নেট দুনিয়া। কিন্তু এমন সামাজিক কাজের জন্য সোনুর ওপর রুষ্ট মহারাষ্ট্রের প্রধান শাসক দল শিবসেনা (Shiv Sena)। দলের মুখপত্র সামনায় এই বলিউড তারকার সমালোচনা করেছেন সঞ্জয় রাউত। গোটা ঘটনার জন্য কাঠগড়ায় তোলা হয়েছে বিজেপিকে (BJP)। যদিও সঞ্জয় রাউতের এই সমালোচনায় সরব বিজেপি। শিবসেনার মন্তব্যকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছে তারা। সামনাতে সঞ্জয় রাউত সম্পাদকীয় কলমে লিখেছেন; "লকডাউন চলাকালীন হঠাৎ করে সোনু সুদ নামে একজন জনপ্রিয়তা পেয়ে গেলেন। শ্রমিকদের ঘরে ফেরাতে শুরু করলেন। এই উদ্যোগের পিছনে কতটা ষড়যন্ত্র; আর কতটা কৌশল খুঁজে দেখা দরকার।"
দেখুন বিজেপির টুইট:
বিজেপি নেতা রাম কদম টুইটে লিখেছেন, "করোনা সঙ্কটের সময় পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর উদ্যোগ নিয়ে মানবিক ভূমিকা পালন করেছেন সোনু সুদ। কিন্তু তাঁর এই উদ্যোগের বিরোধিতা করে মন্তব্য করেছে শিবসেনা। যে মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। ওদের সরকার সংক্রমণ প্রতিরোধে ব্যর্থ। তাই দোষ ঠেলা হচ্ছে সোনু সুদের ওপর। এভাবে সত্য চেপে রাখা যাবে না।"
ভিডিও: বলিউড অভিনেতা সোনু সুদ ১৭ হাজার পরিযায়ী নাগরিককে ঘরে ফিরিয়েছেন