ল্যাঞ্ঝাও শহরের মেঝে ধ্বসে ঘটে ভয়ানক এই দুর্ঘটনা
চীনের একটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে মারাত্মক এক ঘটনা। চীনের ল্যাঞ্ঝাও শহরের একটি পথ ধরে হাঁটছিলেন এক মহিলা। ফুটেজে দেখা যাচ্ছে, হঠাতই ওই রাস্তা ধ্বসে যায় এবং মহিলাকে গিলে নেয়! চীনে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে পড়েছে এই ভিডিও ক্লিপটি। দেখা যাচ্ছে যে, মাথার উপর ভর দিয়ে সোজা ওই গর্তে তলিয়ে যান ওই মহিলা। সাংহাইস্ট জানিয়েছে, সৌভাগ্যক্রমে 11 নভেম্বরের এই ঘটনায় বড় আঘাত পাননি ওই মহিলা। অবিলম্বে স্থানীয় পথচলতি মানুষ এবং পুলিশ কর্মকর্তারা উদ্ধারের কাজে হাত লাগায়। একটি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই মহিলাকে।
ঘটনার এবং তারপরে উদ্ধারের একটি ভিডিও YouTube এ শেয়ার করে CGTN। নীচের ভিডিওটি দেখুন:
এই ভিডিওটি নানান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হাজার হাজার বার দেখা হয়েছে। যেমন এই ঘটনার বীভৎসতা দেখে চমকে উঠেছেন সাধারণ মানুষ, তেমনই উদ্ধারকারী পুলিশদের ঢালাও প্রশংসাও করেছেন তাঁরা।
"আমি আশা করি, মহিলা ঠিক থাকবেন” ইউটিউবে কমেন্টে লিখেছেন এক ব্যক্তি। "পুলিশকে অশেষ ধন্যবাদ" লিখেছেন অন্যজন।
পুলিশ বর্তমানে এই সিঙ্কহোল গঠনের কারণ বিষয়ে তদন্ত করছে।
সম্প্রতি, তুরস্কে এমনই একটি ঘটনায়, একটি রাস্তার পাশের দেওয়াল ভেঙে দু'জন মহিলা ঢুকে যান ভেতরে। তবে তাঁদের আঘাত তেমন গুরুতর ছিল না।
Click for more
trending news