This Article is From Nov 08, 2018

পানশালায় চলল গুলি, বন্দুকধারী সহ মৃত ১৩, আহত বহু

পানশালায় নাচগান চলাকালীন আচমকা ভিতরে ঢুকে পড়ে এক বন্দুকধারী যুবক। এলোপাথাড়ি গুলি চালাতে আরম্ভ করে সে তারপর।

পানশালায় চলল গুলি, বন্দুকধারী সহ মৃত ১৩, আহত বহু

ঘটনাটি ঘটে রাত সাড়ে এগারোটা নাগাদ।

ক্যালিফোর্নিয়া:

ক্যালিফোর্নিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর থাউজেন্ড ওকস। সেই শহরেরই অতি জনপ্রিয় এক পানশালা হল 'বর্ডারলাইন বার অ্যান্ড গ্রিল'। গত রাতে বহু মানুষের সমাগম হয়েছিল সেই পানশালায়। তাঁদের মধ্যে অনেকেই ভাবতে পারেননি, কালকের রাতটাই তাঁদের শেষ রাত হতে চলেছে।  পানশালায় নাচগান চলাকালীন আচমকা ভিতরে ঢুকে পড়ে এক বন্দুকধারী যুবক। এলোপাথাড়ি গুলি চালাতে আরম্ভ করে সে তারপর। সেই গুলিতে প্রাণ হারান অন্তত বারোজন। আহত হন আরও জনা পনেরো। নিহতদের মধ্যে রয়েছেন ভেঞ্চুরা কাউন্টির ডেপুটি শেরিফ রন হেলুজও। "বহু মানুষ নিহত হয়েছেন", বলেন ভেঞ্চুরা কাউন্টির শেরিফ এরিক বাসচোউ। যদিও, তিনি মৃতদের সঠিক সংখ্যাটি জানাতে পারেননি সাংবাদিকদের। এই ঘটনায় নিহত হয়েছে ওই ঘাতক বন্দুকধারীও। যদিও, তাকে এখনও শনাক্ত করা যায়নি বলে জানা গিয়েছে। ঘটনার বর্ণনা দিতে গিয়ে পানশালার এক কর্তা বলেন, "এই ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের কোনও যোগ আছে কি না, তা আমরা এখনও জানতে পারিনি। তবে, তদন্ত চলছে"।

বুধবার ওই দেশের সময় অনুযায়ী রাত ১১টা ২০ মিনিট নাগাদ এই ঘটনার খবর‍টি প্রথম আসে। তখনও পানশালার ভিতর গোলাগুলি চলছিল। প্রায় দেড়ঘন্টা বাদে ১২টা ৫০ মিনিট নাগাদ বিশেষ অস্ত্রধারী পুলিশবাহিনী  ঘটনাস্থলে পৌঁছায়। সঙ্গে এফবিআই ছিল। ভিডিওতে দেখা যাচ্ছে, আহত ও নিহতদের পানশালা থেকে বের করে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। 

ওই বন্দুকধারী পানশালার বাইরে দাঁড়িয়ে থাকা নিরাপত্তারক্ষীকে প্রথমে গুলি করে ভিতরে ঢোকে।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)

.