This Article is From Feb 27, 2019

জম্মু কাশ্মীরের সোপিয়াতে সেনার গুলিতে খতম জইশ-ই-মহম্মদের দুই জঙ্গি

জম্মু কাশ্মীরের সোপিয়াতে সেনার গুলিতে খতম  জইশ-ই-মহম্মদের দুই জঙ্গি। আজ সকালে এই ঘটনাটি  ঘটেছে বলে খবর। ঠিক একদিন আগে সীমান্ত পেরিয়ে  আক্রমণ করেছে ভারত

হামলার পর  ভারত এবং পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনা নতুন মাত্রা নিয়েছে

হাইলাইটস

  • জম্মু কাশ্মীরের সোপিয়াতে সেনার গুলিতে খতম জইশ-ই-মহম্মদের দুই জঙ্গি
  • ঠিক একদিন আগে সীমান্ত পেরিয়ে আক্রমণ করেছে ভারত
  • পুলওয়ামার হামলার পর থেকেই উপত্যকার নিরাপত্তার বাড়ানো হয়েছে
নিউ দিল্লি:

জম্মু কাশ্মীরের সোপিয়াতে সেনার গুলিতে খতম  জইশ-ই-মহম্মদের দুই জঙ্গি। আজ সকালে এই ঘটনাটি  ঘটেছে বলে খবর। ঠিক একদিন আগে সীমান্ত পেরিয়ে  আক্রমণ করেছে ভারত। তাছাড়া  সপ্তাহ দুয়েক আগে পুলওয়ামার হামলার পর থেকেই উপত্যকার নিরাপত্তার বাড়ানো হয়েছে। বিভিন্ন জায়গায় নিয়ম করে তল্লাশি চলছে। সেই মতো  আজ সকালে  মীমান্দার  এলাকায় তল্লাশি চালায় বাহিনী। তখনই জঙ্গিদের সঙ্গে  তাদের গুলির লড়াই হয়। তাতেই প্রাণ যায় দুই জঙ্গির।  মাত্র  কয়েক  দিন আগে  এ মাসের ১৪ তারিখ সিআরপিএফের চল্লিশ জনেরও বেশি  জওয়ানের প্রাণ যায় জঙ্গি হামলায়। সেই ঘটনার বদলা নিতে মঙ্গলবার  ভোরে  আঘাত হানে  বায়ু সেনা। রাত  সাড়ে তিনটে নাগাদ  ১২ টি যুদ্ধ বিমান  সীমানা  পেরিয়ে মোট ১ হাজার  কেজি  বোমা ফেলে  সন্ত্রাসবাদীদের ক্যাম্প  গুঁড়িয়ে দেয়। অভিযান  একশো ভাগ সফল  হয়েছে।

ভারত এবং পাকিস্তানকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বার্তা দিল চিন

এই হামলার পর  ভারত এবং পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া  উত্তেজনা  নতুন মাত্র  নিয়েছে। পাকিস্তান বলেছে ভারত যা  করেছে তার জবাব  দেওয়া হবে। পাশাপাশি সে দেশের জনগণকে সমস্ত  পরিস্থিতির জন্য তৈরি থাকতে  বলেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। কার্যত হুমকির সুরে ইসলামাবাদ বলেছে  ভারতের জন্য চমক অপেক্ষা করে আছে ।

এমতাবস্থায় চিন থেকে  শুরু করে  আমেরিকাও প্রতিক্রিয়া  দিয়েছে। আমেরিকা বলেছে, পাকিস্তানকে সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণ করতেই হবে। দুপক্ষকেই উদ্ভুত পরিস্থিতি থেকে  সরে  আসার  কথাও বলেছে  ট্রাম্প প্রশাসন। মার্কিন বিদেশ সচিব  মাইক পম্পেও বলেন,  আমরা চাই ভারত এবং পাকিস্তান  উভয় পক্ষই পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে। দু'দেশেরই  বিদেশমন্ত্রীর    সঙ্গে  কথা  হয়েছে পম্পেওর। অন্যদিকে ভারতের স্ট্রাইকের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার  বার্তা  দেয় চিনও। সেই বার্তা আসার কয়েক ঘণ্টার মধ্যে পূর্ব নির্ধারিত সূচি  অনুযায়ী  চিনে যান বিদেশমন্ত্রী সুষমা স্বারাজ। সেখানে গিয়ে ভারত কেন আঘাত হেনেছে  তা ব্যাখ্যা  করেন সুষমা। তিনি বলেন, পাকিস্তান  সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয় না তাই ভারতকেই পদক্ষেপ করতে হয়েছে। এই পরিস্থিতি কাশ্মীরে দুই জইশ জঙ্গিকে নিকেশ করল সেনা।

দেখুন ভিডিও:

.