This Article is From Apr 07, 2020

পিপিই সরবরাহে সমস্যা, নিজেরাই প্রোটেকটিভ গিয়ার বানাচ্ছে নিউ টাউনের হাসপাতাল 

হাসপাতাল সূত্র জানাচ্ছে, ‘‘যখন দেখা গেল অন্য জায়গা থেকে পিপিই সরবরাহ কঠিন তখন নিজেরাই পিপিই বানিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল।’’

পিপিই সরবরাহে সমস্যা, নিজেরাই প্রোটেকটিভ গিয়ার বানাচ্ছে নিউ টাউনের হাসপাতাল 

হাসপাতালের এক সিনিয়র কনসালট্যান্ট জানাচ্ছেন, এই প্রোটেকটিভ স্যুটগুলি পুনর্ব্যবহারযোগ্য হলেও তাঁরা একবারের বেশি ব্যবহার করছেন না।

হাইলাইটস

  • নিউটাউনের হাসপাতাল চত্বরেই তৈরি হচ্ছে পিপিই
  • সরবরাহে টান পড়াতেই এই সিদ্ধান্ত হাসপাতাল কর্তৃপক্ষের
  • কর্তৃপক্ষ জানাচ্ছেন, তাঁরা চার দিতে চান না রাজ্য সরকারকে

করোনা (Coronavirus) আক্রান্তদের চিকিৎসারত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মাস্ক, গ্লাভস ও পিপিই (PPE) তথা পার্সোনাল প্রোটেকটিভ কিট-এর পর্যাপ্ত সরবরাহ নেই। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের উপরে পিপিই-র চাপ না বাড়িয়ে নিজেরাই নতুন পরিকল্পনা করল নিউটাউনের (New Town) চার্নক হাসপাতাল। হাসপাতাল চত্বরেই তারা বসিয়ে ফেলেছে সেলাই ইউনিট। সেখানে রয়েছেন চারজন কর্মী। সেই ইউনিটেই সেলাই করা হচ্ছে পিপিই। এরই মধ্যে শতাধিক পিপিই সেলাই করা হয়ে গিয়েছে। সুতির কাপড় যা দিয়ে সার্জিক্যাল গাউন নির্মিত হয়, তাই দিয়েই তৈরি করে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় পিপিই।

হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর প্রশান্ত শর্মা জানাচ্ছেন, ‘‘যখন দেখা গেল অন্য জায়গা থেকে পিপিই সরবরাহ কঠিন তখন নিজেরাই পিপিই বানিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। আমরা চাইনি এই নিয়ে সরকারের উপরে চাপ বাড়াতে।''

ভারতকে ১ লক্ষ ৭০হাজার পিপিই দান করছে চিন! সিঙ্গাপুর থেকে ভারতে আসবে কিট!

তিনি আরও বলেন, ‘‘আমরা এরই মধ্যে একজোড়া থ্রি-প্লাইমাস্ক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিলি করেছি। সাত দিন আগে থেকে আমরা পিপিই তৈরি করা শুরু করে দিয়েছি। গরম ও আর্দ্রতার কথা মাথায় রেখে এমন ভাবে এগুলি তৈরি করা হচ্ছে যাতে পোশাকটা পরে স্বচ্ছন্দে থাকা যায়।''

"আসুন আর একটু কষ্ট করে আরও কিছুদিন কাটিয়ে দিই": লকডাউন বাড়ার ইঙ্গিত দিলেন উপরাষ্ট্রপতি?

হাসপাতালের এক সিনিয়র কনসালট্যান্ট জানাচ্ছেন, এই প্রোটেকটিভ স্যুটগুলি পুনর্ব্যবহারযোগ্য হলেও তাঁরা একবারের বেশি সেগুলি ব্যবহার করছেন না। তিনি জানাচ্ছেন, এই পোশাক বেশ আরামপ্রদ। এবং এগুলি পরলে কোনও অসুবিধা হচ্ছে না।

এদিকে সল্টলেকের এএমআরআই-এর এক সিনিয়র কর্মী জানাচ্ছেন, ‘‘আমাদের দৈনিক ১২০টি করে পিপিই প্রয়োজন। সেই সঙ্গে দরকার এন৯৫ মাস্ক। কিছু আমরা ভেন্ডরের থেকে নিচ্ছি। রাজ্য সরকার দিচ্ছে স্যুট ও মাস্ক। আমাদের সরকারের তরফ থেকে জানানো হয়েছে সরবরাহ ঠিক থাকবে।''



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.