தமிழில் படிக்க हिंदी में पढ़ें Read in English
This Article is From Jul 26, 2020

আইনি না রাজনৈতিক, কোন পথে রাজস্থান সঙ্কটের সমাধান? ধন্দে কংগ্রেস

রাজ্যপাল কলরাজ মিশ্র এই দরবার ফিরিয়েছেন। কী কারণে এখন অধিবেশন ডাকা সম্ভব নয়। গেহলট শিবিরকে স্পষ্ট করেছেন রাজ্যপাল

Advertisement
অল ইন্ডিয়া Edited by

শচীন পাইলট ও তাঁর ঘনিষ্ঠ বিধায়কদের বিক্ষোভে অস্থির পরিবেশ তৈরি হয়েছে রাজস্থানে।

নয়াদিল্লি:

সাংবাধানিক না রাজনৈতিক, কোন পথে রাজস্থানে সরকার সুরক্ষিত করতে চাইছে কংগ্রস (Congress on Rajasthan crisis)? এই টানাপোড়েনে দ্বিধাবিভক্ত প্রদেশ কংগ্রেস। দলীয় সূত্রে এমন খবর দেওয়া হয়েছে এনডিটিভিকে। দলের একটা সূত্র চাইছি, সুপ্রিম কোর্ট (SC) থেকে মামলা প্রত্যাহার করে রাজনৈতিক ভাবে মোকাবিলা করুক কংগ্রেস। আরও একটি অংশের দাবি, আদালতেই নিষ্পত্তি হোক রাজস্থান সংকটের। এদিকে, গত সপ্তাহে অশোক গেহলটের (CM Ashok Gehlot) বিরোধী শিবিরকে বড়সড় স্বস্তি দিয়েছে রাজস্থান হাইকোর্ট। এখনই বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নয়। বিধানসভার অধ্যক্ষকে জানিয়েছে হাইকোর্ট। অন্যদিকে হাইকোর্টকে আইনসভার অভ্যন্তরীণ বিষয় থেকে বাইরে রাখতে সুপ্রিম কোর্টে দরবার করছেন খোদ অধ্যক্ষ সিপি জোশী। এই মামলার শুনানি সোমবার হবে শীর্ষ আদালতে। যদিও বিধানসভার অধিবেশন ডেকে আগেভাগেই সরকারের শক্তি প্রদর্শন করতে সক্রিয় হয়েছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। দরবার করা হয়েছে রাজ্যপালের কাছে।

যদিও রাজ্যপাল কলরাজ মিশ্র এই দরবার ফিরিয়েছেন। কী কারণে এখন অধিবেশন ডাকা সম্ভব নয়। গেহলট শিবিরকে স্পষ্ট করেছেন রাজ্যপাল। তাই এখন কংগ্রেস শিবিরের অধিকাংশের দাবি, সুপ্রিম কোর্ট থেকে মামলা প্রত্যাহার করে রাজনৈতিক ভাবে এই সঙ্কটের মোকাবিলা করুক অশোক গেহলট সরকার।

Advertisement