This Article is From Jun 27, 2018

সাংবাদিক সুজাত বুখারির হত্যাকারীদের সনাক্ত করা সম্ভব হয়েছে

সূত্র থেকে জানা গেছে, আশা করা হচ্ছে এই ঘটনা একটা বিরাট সাফল্য লাভ করতে পারে

সাংবাদিক সুজাত বুখারির হত্যাকারীদের সনাক্ত করা সম্ভব হয়েছে

কিছু দিন আগেই শ্রীনগরে বিখ্যাত সাংবাদিক সুজাত বুখারিকে গুলি করে হত্যা করা হয়েছিল

শ্রীনগর:

কিছু দিন আগেই শ্রীনগরে বিখ্যাত সাংবাদিক সুজাত বুখারিকে গুলি করে হত্যা করা হয়েছিল। পুলিশ সূত্র থেকে জানা গেছে, যে তিনজন এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিল, তাদের সনাক্ত করা সম্ভব হয়েছে। তিন জনের মধ্যে একজন পাকিস্তানী, আর বাকি দুজন স্থানীয়। 

সূত্র থেকে জানা গেছে, আশা করা হচ্ছে এই ঘটনা একটা বিরাট সাফল্য লাভ করতে পারে। 

14 জুন, তিনজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি মোটর বাইকে করে এসে সুজাত বুখারীর উপর গুলি চালিয়েছিল। CCTV ক্যামেরায় এই হত্যাকারীদের ছবি ধরা পড়ে। তাদের মুখ ঢাকা ছিল। কেউ মুখোশের আড়ালে, কেউ বা হেলমেটের আড়ালে মুখ লুকিয়ে রেখেছিল। যে ব্যক্তিটি মধ্যে বসেছিল    অস্ত্রটি তার হাতেই ছিল এবং সে সেটা লুকানোর চেষ্টা করছিল।   

shujaat

সাংবাদিককে লক্ষ্য করে 17 টি গুলি ছোঁড়া হয়েছিল। এই ঘটনায় তাঁর দুই সুরক্ষা কর্মী মারা যায়। এই হত্যার ঘটনাকে বাস্তবায়িত করার পর হত্যাকারীরা প্রকাশ করেছিল বলেও শোনা গেছে। 

শ্রীনগরে, দিনের আলোয় প্রকাশ্যে এত বড়ো একজন সাংবাদিককে গুলি করে হত্যা করা হলেও, হত্যাকারীদের কাছে পৌঁছানোর কোনো সূত্র খুঁজে পাচ্ছিল না পুলিশ। ঘটনাটি জম্মু-কাশ্মীরে ঘটলেও সেদিন যেন সারা দেশ স্তব্ধ হয়ে গেছিল। 

.