আজ সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিয়ং বিমানবন্দরের উদ্বোধন করলেন।
পাকিয়ং: সিকিমের প্রথম এবং একমাত্র বিমানবন্দরের শিলান্যাসের ন’বছর বাদে আজ সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিয়ং বিমানবন্দরের উদ্বোধন করলেন। এই নতুন বিমানবন্দরের ফলে হিমালয় ঘেরা ছোট্ট রাজ্যটির বাকি দেশের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা আরও সুগম হবে এবং তার ফলে রাজ্যের পর্যটন ব্যবস্থা আরও বেশি লাভের মুখ দেখ বলে আশা করছে সিকিম সরকার। পাকিয়ং বিমানবন্দরের অধিকর্তা আর মঞ্জুনাথ বলেন, আগামী 4 অক্টোবর এই বিমানবন্দর থেকে প্রথম বাণিজ্যিক বিমানটি ছাড়বে। এখনও পর্যন্ত, গোটা দেশে সিকিমই ছিল একমাত্র রাজ্য, যার কোনও বিমানবন্দর ছিল না এতদিন। গতকাল রাজ্যের রাজধানী গ্যাংটকে হেলিকপ্টারে করে নামেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তাঁকে রাজ্যে স্বাগত জানান রাজ্যপাল গঙ্গাপ্রসাদ এবং মুখ্যমন্ত্রী পবন চামলিং। পাকিয়ং বিমানবন্দরের উদ্বোধনের পর পাকিয়ং-এর একটি স্থানীয় বিদ্যালয়ের পড়ুয়াদের উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী।
গতকালই তিনি টুইট করে বলেছিলেন, “সিকিমে আগামীকাল পাকিয়ং বিমানবন্দরের উদ্বোধন করতে যাব আমি। যার ফলে সিকিমের সাধারণ মানুষের পক্ষে যোগাযোগ ব্যবস্থার সমস্ত সুফল আরও দ্রুত লাভ করা সম্ভব হবে”।