This Article is From Feb 12, 2020

সিকিম রাজ্য লটারি প্রকাশ করল Dear Morning Lottery-র ফলাফল

সিকিম রাজ্য লটারির অফিসিয়াল পোর্টাল হল sikkimlotteries.com।

সিকিম রাজ্য লটারি প্রকাশ করল Dear Morning Lottery-র ফলাফল

Morning results: সিকিম রাজ্য লটারির অফিসিয়াল পোর্টাল sikkimlotteries.com থেকে ফলাফল জানা যাবে।

Sikkim State Lottery live: সিকিম রাজ্য লটারি (Sikkim State Lotteries) বুধবার প্রকাশ করল ‘ডিয়ার চ্যারিশড মর্নিং লটারি'-র (Dear Morning Lottery)ফলাফল। ১ কোটি টাকার প্রথম পুরস্কার পেল টিকিট নম্বর 86H 39271। এদিন বিকেল ৩.৪৫-এ তাদের অফিশিয়াল পোর্টালে জানা গিয়েছে বিকেলের ড্রয়ের ফলাফল। সিকিম রাজ্য লটারির অফিসিয়াল পোর্টাল হল sikkimlotteries.com। ১ কোটি টাকার পুরস্কারের অন্তর্গত হয়েছে সুপার প্রাইজ। সিকিম লটারির অফিসিয়া‌ল ওয়েবসাইট থেকে তেমনটাই জানা গিয়েছে।

সিকিম রাজ্য লটারির ‘ডিয়ার চ্যারিশড মর্নিং লটারি'-র টিকিটের মূল্য ৬ টাকা।

‘ডিয়ার চ্যারিশড মর্নিং লটারি' লটারি ছাড়াও সিকিম লটারির আরও প্রকল্প রয়েছে। যথা— ‘ডিয়ার ভ্যালুয়েবল মর্নিং', ‘ডিয়ার রেসপেক্ট মর্নিং', ‘ডিয়ার অ্যাডমায়ার মর্নিং', ‘ডিয়ার লাভ মর্নিং' ও ‘ডিয়ার ট্রেজার মর্নিং'।

‘ডিয়ার চ্যারিশড মর্নিং লটারি'-র সান্ত্বন‌া পুরস্কার ১০০০ টাকা। সেই পুরস্কার পেয়েছে টিকিট নম্বর 39271।

এছাড়াও রয়েছে ৯০০০, ৫০০, ২৫০ ও ১২০ টাকার পুরস্কার। // সিকিম রাজ্য লটারি মর্নিং-এর পুরস্কার প্রকাশ করেন সিকিম রাজ্য লটারির অধিকর্তা।

গত মঙ্গলবার কেরল সরকার প্রকাশ করে শ্রীশক্তি লটারির ফলাফল।

শ্রীশক্তি লটারির ফলাফল তিরুবনন্তপুরমের গোর্কি ভবনে ঘোষিত হবে। বুধবার প্রকাশিত হবে অক্ষয় লটারির ফলাফল। 


2178952

.