This Article is From Aug 21, 2018

সিলিকন ভ্যালি হাব, কর্মসংস্থান বাড়বে বলে আশাবাদী ব্রাত্য

দেশের তথ্য প্রযুক্তি মানচিত্রে এগিয়ে যেতে নতুন  নীতি তৈরি করেছে রাজ্য সরকার। নিউটাউনে গড়ে উঠেছে বিশেষ সিলিকন ভ্যালি  হাব ।

সিলিকন ভ্যালি হাব, কর্মসংস্থান বাড়বে বলে আশাবাদী ব্রাত্য

4 হাজার কিলমিটার লম্বা রেলপথও গড়ে  তোলার চেষ্টা চলছে ।

কলকাতা:

দেশের তথ্য প্রযুক্তি মানচিত্রে এগিয়ে যেতে নতুন  নীতি তৈরি করেছে রাজ্য সরকার। নিউটাউনে গড়ে উঠেছে বিশেষ সিলিকন ভ্যালি  হাব । গত সপ্তাহে  সেটির উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন রাজ্যের যুবক যুবতীদের স্বপ্ন দেখাচ্ছে হাব।

নতুন বিনিয়োগ আসার ব্যাপারে আশাবাদী তথ্য প্রযুক্তি মন্ত্রী ব্রাত্য বসু। সংবাদ সংস্থা  পিটিআইকে ব্রাত্য জানান তিনি মনে করেন দেশ বিদেশের তাবড় সংস্থা এখানে বিনিয়োগ করতে আসবে।          

নতুন  নীতিতে 3D পেন্টিং,   বিগ ডাটা অ্যানালিটিক্স, গেমিং, সাইবার নিরাপত্তা, রবোটিক্স সহ কয়েকটি বিষয়ে গুরুত্ব দেওয়া হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি জোয়ার আসবে উৎপাদন শিল্পে। তাছাড়া দক্ষ শ্রমিক তৈরির ব্যাপারেও জোর দেওয়া হয়েছে। এ রাজ্যে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে যে  সম্ভবনা রয়েছে  তা বাস্তবায়নের চেষ্টাও চলছে।

 জোর দেওয়া হচ্ছে পরিকাঠামো বাড়ানোর উপরও। বিভিন্ন গবেষণার পরিধিও বাড়ানো হচ্ছে। এটা করতে পারলে তথ্য ভাণ্ডার আর পরিপূর্ণ হবে। সাইবার অপরাধ কীভাবে ঠাকানো যায় তা খুঁজে বের করতে সকলেই মরিয়া। সেই হদিশও দিতে চাইছে নতুন নীতি। কিন্তু উপযুক্ত পরিকাঠামো গড়ে না  উঠলে এসব কোনও কিছুই কাজে দেবে না   সেটা ভাল করেই জানে নবান্ন। আর তাই সবার আগে জোর দেওয়া হয়েছে  যোগাযোগ ব্যবস্থায়। প্রায় 4 হাজার কিলমিটার লম্বা রেলপথও গড়ে  তোলার চেষ্টা করছে  রাজ্য সরকার।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.