Read in English
This Article is From Sep 30, 2019

‘‘সংসদে খুব কাজে লাগবে’’: অভিনব ক্যামেরা দেখে প্রভাবিত নরেন্দ্র মোদি

সোমবার সকালে চেন্নাইয়ে পৌঁছন প্রধানমন্ত্রী। তিনি আইআইটি-মাদ্রাজ সমাবর্তন উৎসবে যোগ দেন।

Advertisement
অল ইন্ডিয়া Edited by , Translated By (with inputs from ANI)

প্রধানমন্ত্রীর এহেন আইডিয়ার কথা জেনে জনতার মধ্যে থেকে জোরে করতালি শোনা যায়।

চেন্নাই:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) আইআইটি-মাদ্রাজে সিঙ্গাপুর-ইন্ডিয়া হ্যাকাথনে (Singapore-India Hackathon) যোগ দিতে এসে প্রভাবিত হলেন একটি ক্যামেরা দেখে। সেই ক্যামেরা দ্বারা সনাক্ত করা সম্ভব কে মনোযোগ দিচ্ছেন। ভারত ও অন্য কোনও দেশের মধ্যে এই প্রথম যৌথ আন্তর্জাতিক হ্যাকাথন আয়োজিত হল। সেখানে উপস্থিত হয়ে মোদি বলেন, ‘‘আমার তরুণ‌ বন্ধুরা এখানে আজ বহু সমস্যার সমাধান করছেন। আমি বিশেষ করে বলতে চাই সেই ক্যামেরার কথা, যার দ্বারা সনাক্ত করা সম্ভব কে মনোযোগ দিচ্ছে। এবং এখন কী হবে, আপনারা জানেন? আমি আমার স্পিকারের সঙ্গে কথা বলব সংসদে। আমি নিশ্চিত যে এটা সংসদে খুব কার্যকর হবে।''

"ভারতের প্রতি বিশ্বের বিরাট প্রত্যাশা": মার্কিন সফর নিয়ে বললেন প্রধানমন্ত্রী মোদি

প্রধানমন্ত্রীর এহেন আইডিয়ার কথা জেনে জনতার মধ্যে থেকে জোরে করতালি শোনা যায়। প্রধানমন্ত্রী বলেন,‘‘আজকের হ্যাকাথন আগামী দিনের শুরুর ধারণা।''

Advertisement

হ্যাকাথনে তিনটি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে তৈরি ২০টি দল অংশ নেয়। প্রতি দলেই ভারত ও সিঙ্গাপুরের পড়ুয়ারা মিলেমিশে কাজ করে। উদ্দেশ্য সংস্কৃতি ও ভাবনার আদানপ্রদান।

এবছর আইআইটি-মাদ্রাজ হ্যাকাথন আয়োজন করেছে। তিনটি থিমের উপরে জোর দেওয়া হয়েছে। সুস্বাস্থ্য ও ভালো থাকা, সঠিক শিক্ষা এবং পরিষ্কার ও সাশ্রয়ী মূল্যের শক্তি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘‘আমি হ্যাকাথনের বিজয়ীদের অভিনন্দন জানাই। এবং এখানে উপস্থিত প্রত্যেক তরুণ বন্ধুদের। চ্যালেঞ্জের মোকাবিলায় আপনাদের লড়াই এবং তার সমাধান খোঁজা কেবল চ্যালেঞ্জের বিরুদ্ধে জেতার থেকেও গুরুত্বপূর্ণ।''

Advertisement

তিনি আরও বলেন, এই ধরনের ইভেন্টে সরকারি দফতরগুলির সঙ্গে শিল্প ও ইসরোর মতো প্রধান সংস্থাকে একসঙ্গে আনে।

সোমবার সকালে চেন্নাইয়ে পৌঁছন প্রধানমন্ত্রী। তিনি আইআইটি-মাদ্রাজ সমাবর্তন উৎসবে বলেন, ‘‘আজ ভারত চেষ্টা করছে ৫‌ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দেশ হয়ে ওঠার। আপনাদের উদ্ভাবন, আকাঙ্ক্ষা ও টেকনোলজির প্রয়োগ সেই স্বপ্নে জ্বালানির কাজ করবে। সবচেয়ে প্রতিযোগিতামূলক অর্থনীতিতে ভারতের বড় উল্লম্ফনের ভিত্তিপ্রস্তর হয়ে উঠবে।''

Advertisement

(তথ্য সহায়তা: এএনআই)

Advertisement