हिंदी में पढ़ें
This Article is From Jan 30, 2020

‘‘আমার পুরস্কারের সঙ্গে আমার বাবার কী সম্পর্ক?’’: পদ্মশ্রী বিতর্কে Adnan Sami

সামিকে নিয়ে বিতর্কের অন্যতম কারণ, তাঁর বাবা ছিলেন পাক বায়ুসেনার একজন পাইলট। এই বিতর্ককে অপ্রয়োজনীয় বলে মনে করছেন সামি।  

Advertisement
অল ইন্ডিয়া Edited by (with inputs from PTI)

২০২০ সালের পদ্মশ্রী প্রাপকদের অন্যতম আদনান সামি।

Highlights

  • পাকিস্তানি বংশোদ্ভুত গায়ক আদনান সামি পদ্মশ্রী পেয়েছেন
  • সেই খবরে ছড়িয়েছে বিতর্ক
  • গায়কের বক্তব্য, রাজনৈতিক নেতারা বিনা কারণে তাঁর নাম নিয়ে বিতর্ক তৈরি করছে
নয়াদিল্লি:

পাকিস্তানি বংশোদ্ভুত গায়ক আদনান সামির (Adnan Sami ) পদ্মশ্রী প্রাপ্তির খবরে বিতর্ক ছড়িয়েছে (Padma Shri Controversy)। এই প্রসঙ্গে গায়কের বক্তব্য, কয়েকজন রাজনৈতিক নেতা বিনা কারণে তাঁর নাম নিয়ে বিতর্ক তৈরি করতে চাইছে। ২০১৬ সালে ভারতের নাগরিকত্ব পান সামি। পদ্মশ্রী প্রাপ্তির খবর পাওয়ার পর কেন্দ্রীয় সরকারের কাছে তাঁর কৃতজ্ঞতা ব্যক্ত করেন সামি। জানিয়েছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে। তিনি বলেছেন, ‘‘কিছু রাজনীতিবিদ রয়েছেন যাঁরা সমালোচনা করছেন। কোনও রাজনৈতিক এজেন্ডার কারণেই এমনটা করছেন। এর সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। আমি নেতা নই, সঙ্গীতশিল্পী মাত্র।''

সামিকে নিয়ে বিতর্কের অন্যতম কারণ, তাঁর বাবা ছিলেন পাক বায়ুসেনার একজন পাইলট। এই বিতর্ককে অপ্রয়োজনীয় বলে মনে করছেন সামি।

তিনি বলেন, ‘‘আমা বাবা একজন পুরস্কৃত লড়াকু পাইলট। তিনি একজন পেশাদার সৈনিক ছিলেন। আমি তাঁকে শ্রদ্ধা করি। এটা তাঁর জীবন এবং তিনি এর জন্য পুরস্কৃত হয়েছিলেন। আমি তার সদ্ব্যবহার করিনি বা এর কৃতিত্বও গ্রহণ করিনি। একই ভাবে, আমি যা করি তার জন্য আমার বাবাকে কৃতিত্ব দেওয়া যায় না। আমার পুরস্কারের সঙ্গে আমার বাবার কী সম্পর্ক? এটা অপ্রয়োজনীয়।''



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement
Advertisement